• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বাণিজ্যমেলার পর্দা উঠছে আজ

রাজধানীর শেরেবাংলা নগরে বর্ণিল সাজে সাজছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। ছবিটি গতকাল তোলা

ছবি : বাংলাদেশের খবর

বাণিজ্য

বাণিজ্যমেলার পর্দা উঠছে আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ জানুয়ারি ২০১৯

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৪তম আয়োজনের পর্দা উঠছে আজ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বেলা ৩টায়  মেলার  উদ্বোধন করবেন। মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিবছর ১ জানুয়ারি এই মেলার উদ্বোধন করা হয়ে থাকে। তবে জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার মেলা পিছিয়ে দেয় কর্তৃপক্ষ। প্রতি বছরের মতো এবারো বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হচ্ছে এ মেলা।

মেলা উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় মেলা চত্বরে স্থাপিত অস্থায়ী কার্যালয়ে। সেখানে নতুন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বক্তব্য দেন। এ বছরের মেলা সার্বিকভাবে সফল ও আগের বছরগুলোর থেকেও বেশি রফতানি আদেশ আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলার সব প্রস্তুতি শেষ হয়েছে। এর আগে ২০১৪ সালেও জাতীয় নির্বাচনের কারণে মেলা এক সপ্তাহ পরে শুরু হয়েছিল। মেলা দেরিতে শুরু হলেও দর্শনার্থী ও বিদেশিদের উপস্থিতি কম হবে না।

এবারের বাণিজ্যমেলাকে দৃষ্টিনন্দন করতে প্রধান গেট মেট্রোরেলের আদলে তৈরি করা হয়েছে। অন্যান্য বছরের সব সুবিধার পাশাপাশি এবার মেলায় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের থিম থাকবে বিশেষ আকর্ষণ হিসেবে। গত বছরের মতো এবারো টিকেটের মূল্য রাখা হচ্ছে ৩০ টাকা, শিশুদের জন্য ২০ টাকা। এবার অনলাইনেও টিকেট বিক্রির ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

ইপিবির কর্মকর্তারা জানান, এবারের মেলায় ভিন্ন আঙ্গিক আনার চেষ্টা করা হয়েছে। মেলার ভেতরে দর্শনার্থীদের জন্য খোলামেলা রাখা হবে। যাতে পরিবার ও পরিজনদের নিয়ে তারা স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরি করতে পারেন। আর মেলার দুই প্রান্তে সুন্দরবনের আদলে ইকো পার্ক করা হয়েছে। থাকছে ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টার (ডিজিটাল টাচ স্ক্রিন প্রযুক্তি)। যার মাধ্যমে ক্রেতা-দর্শনার্থীরা নির্দিষ্ট স্টল ও প্যাভিলিয়ন অতি সহজে খুঁজে বের করতে পারবেন।

এছাড়া মেলায় থাকছে মা ও শিশুকেন্দ্র, শিশুপার্ক, ই-পার্ক ও পর্যাপ্ত এটিএম বুথ। থাকছে রেডিমেড গার্মেন্ট পণ্য, হোমটেক্স, ফেব্রিকস পণ্য, হস্তশিল্প, পাট ও পাটজাত পণ্য, গৃহস্থালি ও উপহার সামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্য। আরো থাকবে তৈজসপত্র, সিরামিক, প্লাস্টিক, পলিমার পণ্য, কসমেটিকস হারবাল ও প্রসাধনী সামগ্রী। থাকবে খাদ্য ও খাদ্যজাত পণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস সামগ্রী, ইমিটেশন ও জুয়েলারি, নির্মাণ সামগ্রী এবং ফার্নিচারের স্টল।

মেলায় সংরক্ষিত মহিলা স্টল থাকবে ২০টি, প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৮টি, সাধারণ প্যাভিলিয়ন ১৮ এবং সাধারণ মিনি প্যাভিলিয়ন ২৯টি। এছাড়া প্রিমিয়ার স্টল থাকবে ৬৭টি। রেস্টুরেন্ট তিনটি, সংরক্ষিত প্যাভিলিয়ন ৯টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ৬টি, বিদেশি প্যাভিলিয়ন ২৬টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ৯টি, বিদেশি প্রিমিয়াম স্টল ১৩টি, সাধারণ স্টল ২০১টি এবং ফুড স্টল ২২টি।

এছাড়া মেলায় বিভিন্ন অব্যবস্থাপনা রোধে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিদফতরের কর্মকর্তারা সার্বক্ষণিক নজরদারি করবেন। আছে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি গতকাল বাণিজ্যমেলা উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মেলায় দর্শনার্থীদের সঠিক পথে ও সুষ্ঠুভাবে যাওয়া-আসা, সুশৃঙ্খল যানবাহন পার্কিং, মেলা থেকে বের হওয়া এবং আশপাশের এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ বিশেষ ব্যবস্থা নিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads