• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
পার্লামেন্টের ভোটে জনসনের হার, নিয়ন্ত্রণ এমপিদের হাতে

সংগৃহীত ছবি

যুক্তরাজ্য

পার্লামেন্টের ভোটে জনসনের হার, নিয়ন্ত্রণ এমপিদের হাতে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৪ সেপ্টেম্বর ২০১৯

ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট নিয়ে এক ভোটাভুটিতে হেরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এর ফলে আজ বুধবার পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিল চুক্তি ছাড়া ব্রেক্সিটের বিরোধী এমপিরা।

ভোটাভুটিতে হেরে যাওয়ার পর বরিস জনসন বলেছেন, তিনি আগাম নির্বাচনের প্রস্তাব আনবেন।

আগামী ৩১শে অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাজ্যের বিচ্ছেদ, যেটি ব্রেক্সিট হিসেবে পরিচিত তা কার্যকর হওয়ার কথা।

কীভাবে, কোন চুক্তিতে সেই বিচ্ছেদ হবে, এ নিয়েই চলছে এখন আলোচনা।

তবে এই বিচ্ছেদ নিয়ে কোনো চুক্তি হোক বা না হোক - নির্ধারিত তারিখেই ব্রেক্সিট কার্যকর করার ব্যাপারে অনড় থাকার কথা বলেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর বিবিসির।

বেক্সিট ইস্যু নিয়ে বেশ কিছুদিন ধরেই ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বিরাজ করছে। এর মধ্যে ছুটি শেষে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বৈঠকে বসে ব্রিটেনের পার্লামেন্ট।

বৈঠকের আগেই এক সভায় বরিস জনসন জানিয়েছিলেন, ব্রেক্সিট নিয়ে নিজ দলের যারা বিরোধিতা করবেন তাদের বহিষ্কার করা হবে। তবে বিরোধী দলের পাশাপাশি নিজ দলের বিদ্রোহী এমপিদের কাছে হাউজ অব কমন্সে ৩২৮-৩০১ (২৭ ভোটে) ভোটে হেরে যান জনসন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের নিজ দলের ২১ জন এমপি (কয়েকজন সাবেক মন্ত্রীও আছেন) ভোটাভুটিতে সরকারকে হারাতে বিরোধীদের সাথে যোগ দিয়েছেন। আর ভোটে জয়ের ফলে বুধবার (৪ সেপ্টেম্বর) পার্লামেন্টের নিয়ন্ত্রণ পেয়েছেন বিরোধী ও বিদ্রোহী এমপিরা। একই সঙ্গে এখন চুক্তি ছাড়া ব্রেক্সিটের বিরোধীরা ব্রেক্সিট বিলম্বিত করতে পার্লামেন্টে বিল আনতে পারবেন।

এদিকে ভোটাভুটির পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বরিস জনসন বলেছেন, তিনি আগাম নির্বাচনের প্রস্তাব আনবেন। অক্টোবরে নির্বাচনের প্রচেষ্টা চালানো ছাড়া তার কিছু করার নেই। কারণ, দেশের জনগণকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads