• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

সংগৃহীত ছবি

যুক্তরাজ্য

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২৮ মার্চ ২০২০

ব্রিটিনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অধ্যাপক ক্রিস হোয়াইটি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার বরিস জনসনের করোনায় আক্রান্তের কয়েক ঘণ্টা পর ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের এই ভাইরাসে আক্রান্তের খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান।

ম্যাট হ্যানকক টুইটারে শুক্রবার সন্ধ্যায় বলেন, করোনাভাইরাসের বড় লক্ষণ ছিল না আমার শরীরে। তবে পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে। এখন স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছি। বাসা থেকে অফিস করবো।

এ ছাড়া, ব্রিটেনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অধ্যাপক ক্রিস হোয়াইটি শুক্রবার জানিয়েছেন, তিনি নিজের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির লক্ষণ অনুভব করছেন। তিনি স্বেচ্ছা-আইসোলেশনে রয়েছেন।

এদিকে, ডাউনিংস্ট্রিটের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার প্রধানমন্ত্রীর শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এনএইচএস নম্বর ১০-এ তার নমুনা পরীক্ষা করা হয়। তিনি এখন থেকে সেলফ আইসোলেশনে থেকে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন। এরফলে ব্রিটেনে করোনাভাইরাস বিরোধী যুদ্ধের প্রধান তিন কর্ণধারই এখন করোনায় আক্রান্ত।

এর আগে, ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স চার্লসের শরীরে পাওয়া যায় করোনা ভাইরাস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads