• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
রংপুর-রাজশাহী বিভাগে হালকা বৃষ্টি হতে পারে

সংগৃহীত ছবি

আবহাওয়া

রংপুর-রাজশাহী বিভাগে হালকা বৃষ্টি হতে পারে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ জানুয়ারি ২০১৯

রংপুর ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।  অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

গতকাল দেশের কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি।

এতে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রংপুর বিভাগে দিনের তাপমাত্র ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে এছাড়া দেশের অন্যত্র দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপামাত্রা শ্রীমঙ্গল ও রাজারহাটে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads