• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

ফাইল ছবি

আবহাওয়া

উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

  • বাসস
  • প্রকাশিত ১৯ আগস্ট ২০২০

দেশের দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ-মধ্য অঞ্চলীয় উপকূলীয় এলাকায় আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী ফলে এসব অঞ্চলের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে।

আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টায় হ্রাস পাচ্ছে এবং গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে।

অপরদিকে, পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এছাড়া,আগামী ২৪ ঘন্টায় মানিকগঞ্জ, রাজবাড়ি ও ফরিদপুর জেলার নি¤œাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

দেশের ১০১ টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ২৯ টির,হ্রাস ৬৬ টির, বিপদসীমার উপরে নদীর সংখ্যা ৪ টি, অপরিবর্তিত রয়েছে ৬ টির এবং বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত স্টেশনের সংখ্যা ৪ টি।

গত ২৪ ঘন্টায় দেশের উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, টেকনাফে ১১৫ মিলিমিটার এবং কক্সবাজারে ৫৫ মিলিমিটার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads