• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

বিদেশ

বিশ্বে মৃত্যুদণ্ডের হার কমছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০১৮

বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড প্রদান ও কার্যকরের হার কমছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে মৃত্যুদণ্ডের হার কমেছে। গত বছর বিশ্বে মোট ৯২৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই সংখ্যা অনেক বেশি হলেও ২০১৬ সালের তুলনায় ৪ শতাংশ কম। ডয়েচে ভেলে এ প্রতিবেদন প্রকাশ করেছে।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সর্বোচ্চ শাস্তি বিষয়ক বিশেষজ্ঞ ওলুয়াটোসিন পপুলা বলন, যে দেশগুলোয় সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড দেওয়া হয় ওই দেশগুলোই ২০১৭ সালে কম মৃত্যুদণ্ড দিয়েছে। অনেক দেশে আবার এ ক্ষেত্রে বিচারকার্য স্থগিতও রয়েছে।

অ্যামনেস্টির তথ্য অনুযায়ী এই হার ইরানে আগের বছরের চেয়ে ১১ শতাংশ এবং পাকিস্তানে ৩১ শতাংশ কম। এ ছাড়া সৌদি আরবেও মৃত্যুদণ্ডের হার কমেছে। এ তিন দেশে মৃত্যুদণ্ডের হার কমার পেছনে কয়েকটি কারণকে প্রধান মনে করছেন পপুলা। তার মতে, মাদক সম্পর্কিত অপরাধগুলো বিচারের জন্য ইরানে বিচারব্যবস্থায় পুনর্গঠন মৃত্যুদণ্ডের হার কমাতে ভূমিকা রেখেছে। তবে সৌদি ও পাকিস্তানে এ হার কমার প্রকৃত কারণ ব্যাখ্যা করা কঠিন। এর বাইরে মিসরেও এ হার ২০ শতাংশ কমেছে বলে দাবি অ্যামনেস্টির।

পপুলা বলছেন, তবে সব চেয়ে বড় কথা ২০১৭ সালে মৃত্যুদণ্ডের হার সারা বিশ্বেই কমেছে। মৃত্যুদণ্ড কমার কথা জানালেও অ্যামনেস্টি বলছে এটিই প্রকৃত সংখ্যা নয়। যে ঘটনাগুলো সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া গেছে তার উপর ভিত্তি করে নির্ণীত এখানে ন্যূনতম একটা সংখ্যা দেখানো হয়েছে। ২০১৭ সালে বিশ্বের মোট ২৩টি দেশ মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে। তবে যে দেশটি বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড দেয়, সেই চীনের তথ্যই নেই অ্যামনেস্টির এই প্রতিবেদনে। ফলে এই প্রতিবেদনে প্রকৃত সংখ্যা উঠে আসেনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads