• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

বিদেশ

আবারো হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাল সৌদি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০১৮

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবারো ঠেকাল সৌদি আরব। স্থানীয় সময় বুধবার রাজধানী রিয়াদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। খবর বিবিসি।

এ নিয়ে রিয়াদে গত ৫ মাসে চারবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথিরা। ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে  হুথিরা তাদের শক্তিমত্তা প্রদর্শন করছে। হুথিরা দাবি করেছে, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলে তেল কোম্পানি সৌদি আরামকোর একটি শোধনাগারে এবং আসির প্রদেশের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। এর কিছুক্ষণ পর সৌদি কর্তৃপক্ষ দাবি করে, তারা রিয়াদ এবং অন্যান্য শহরে হুথিদের ছোড়া আরো তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে বলা হয়, সৌদি জোটের নিজেদের সীমান্তের সুরক্ষা নিশ্চিত করার অধিকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে। পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিথার নোয়ার্ট বলেন, আমরা হুথিদের চালানো ক্ষেপণাস্ত্র হামলার কঠোর নিন্দা জানাচ্ছি। হুথিদের ছোড়া অস্ত্রকে বরাবরের মতোই ইরানের বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।

হুথিরা সৌদিতে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। এতে ইয়েমেনের জন্য শান্তিপূর্ণ, সমৃদ্ধ ওবং নিরাপদ ভবিষ্যৎ গড়তে সহায়তার জন্য জোটের যে অঙ্গীকার তা প্রশ্নবিদ্ধ হচ্ছে। ইয়েমেন যুদ্ধ নিরসনে আলোচনায় বসার তাগিদ দিয়ে বিবৃতিতে বলা হয়, আমরা সব পক্ষকে জাতিসংঘের উদ্যোগে রাজনৈতিক আলোচনায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়ে যাব।

গতমাসে রিয়াদে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত হন। এটিই ছিল সৌদি আরবের রাজধানীতে প্রথম নিহতের ঘটনা। ২০১৫ সালের মার্চে থেকে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে অপারেশন ডিসাইসিভ স্টর্ম নামে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।  অভিযানে এখন পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। যুদ্ধের ফলে উদ্ভূত পরিস্থিতিতে রোগে মৃত্যু হয়েছে আরো ১০ হাজার মানুষের। কয়েক লাখ মানুষ হয়েছে গৃহহীন।

ভয়াবহ বিমান হামলার তাণ্ডবে দুর্ভিক্ষের মুখে পড়েছেন দেশটির সাধারণ মানুষ। সৌদি জোটের বিমান হামলার জবাবে গত বছরের ৫ নভেম্বর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেন থেকে স্কাড-শ্রেণির বোরকান-২ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথিরা। ৩০ নভেম্বর আরো একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দুবারই ক্ষেপণাস্ত্রগুলো আকাশে ধ্বংস করার দাবি করে সৌদি। এ বছর ২৫ মার্চ আরো সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করে রিয়াদ। এর মধ্যেই বুধবার সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করে হুথিরা। যদিও সৌদি আরব দাবি করে, তারা হুথিদের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads