• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

বিদেশ

‘প্রেসিডেন্ট হিসেবে নৈতিকভাবে অযোগ্য ট্রাম্প’ : কমি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০১৮

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নৈতিকভাবে অযোগ্য। তিনি নারীদের ‘এক তাল মাংস’ হিসেবে দেখেন। গত রোববার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কমি দেশটির এবিসি মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন। ট্রাম্প ক্রমাগত মিথ্যাচার করছেন এবং সম্ভবত বিচারব্যবস্থায় বাধা হয়ে দাঁড়াবেন- এমনটিও বলেন কমি। সাক্ষাৎকারটি টেলিভিশনে প্রচারের কয়েক ঘণ্টা আগেই অবশ্য ট্রাম্প কমিকে মিথ্যাবাদী বলেন।

এবিসির টুয়েন্টি টুয়েন্টি প্রোগ্রামে কমি বলেন, ‘তিনি মানসিকভাবে অযোগ্য বা ডিমেনশিয়ায় আক্রান্ত, এমন বক্তব্য আমি দিতে চাই না। তিনি স্বাস্থ্যগত দিক দিয়ে প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য, তাও আমি বলব না। আমি মনে করি, প্রেসিডেন্ট হিসেবে নৈতিকভাবে অযোগ্য তিনি। আমাদের প্রেসিডেন্টকে অবশ্যই এই দেশের মূল্যবোধ মেনে দৃঢ়সঙ্কল্প হওয়া উচিত। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সত্যবাদিতা। এই প্রেসিডেন্ট তা করতে সমর্থ নয়।’ অবশ্য কমির বক্তব্য প্রচারের কয়েক ঘণ্টা পরেই রিপাবলিকান ন্যাশনাল কমিটির এক বিবৃতিতে বলা হয়, কমি তার নতুন বই বিক্রির জন্যই এমন প্রচারণা চালাচ্ছে। চাকরিচ্যুত হওয়ার পর জেমস কমি ‘এ হায়ার লয়ালিটি : ট্রুথ, লাইস অ্যান্ড লিডারশিপ’ নামে একটি বই প্রকাশ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প কমির এই বইকে বাজে এবং কমিকে কারাগারে পাঠানো উচিত বলেও মন্তব্য করেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনকাল থেকেই কমি বনাম ট্রাম্প দ্বন্দ্ব চলছে। সেই সময়ে এফবিআইর প্রধান হিসেবে তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারির বিষয়টি তদন্ত করছিলেন। হিলারি ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারির বেশকিছু তথ্য তার কাছে থাকলেও হিলারির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় পরবর্তী সময়ে কমির ওপর চটেছিলেন ট্রাম্প। ২০১৭ সালে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপবিষয়ক তদন্তের জন্য কমিকে বরখাস্ত করা হয়। সাবেক এই গোয়েন্দা প্রধান ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় শিবিরেই সমান নিন্দিত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads