• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

বিদেশ

সুইডেনে নরডিক সম্মেলনে মোদি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০১৮

সুইডেন পৌঁছানোর মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার পাঁচ দিনের ইউরোপ সফর শুরু করেছেন। এর মধ্য দিয়ে ৩০ বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সুইডেনে গেলেন। স্থানীয় সময় মঙ্গলবার তিনি স্টকহোমে নর্ডিক রাষ্ট্রগুলোর সম্মেলনে যোগ দেন। খবর এনডিটিভি।

এই প্রথমবারের মতো ভারত এ সম্মেলনে অংশ নিল। এ ছাড়া সুইডেনের সঙ্গে ভারত যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। নর্ডিক গোষ্ঠীভুক্ত আরো চারটি দেশের (ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে) প্রধানেরাও সম্মেলনে যোগ দিয়েছেন। এরপর তিনি কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে ব্রিটেনের উদ্দেশে রওনা হন। প্রসঙ্গত, এই পাঁচটি দেশের জিডিপি রাশিয়ার তুলনায় বেশি (১.৫ লাখ কোটি ডলার)। গণতন্ত্র, সুশাসন এবং সামাজিক সূচক প্রশ্নে এই দেশগুলোর অবস্থান ইউরোপের অনেক দেশের ওপরে। বিশ্বব্যাংকের সর্বশেষ সমীক্ষা অনুসারে, সরকারি কার্যকারিতার বিচারে ডেনমার্ক, নরওয়ে এবং ফিনল্যান্ড বিশ্বের প্রথম ৮টি রাষ্ট্রের তালিকায় রয়েছে।

এ ছাড়া আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ যখন রক্ষণশীল অর্থনীতির প্রতি জোর দিচ্ছে, তখন নর্ডিক রাষ্ট্রগুলো উদার অর্থনীতির পথেই হাঁটছে। একদিকে মুক্ত অর্থনীতি, অন্যদিকে সামাজিক উন্নয়ন- এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা ‘নর্ডিক মডেল’ হিসেবে পরিচিত। এ সম্মেলন থেকে মোদি কতটা সুবিধা আদায় করতে পারেন, সেটাই এখন দেখার। প্রসঙ্গত, সুইডেনের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বোফর্সের কামান কেনা নিয়ে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে ঘুষ-কেলেঙ্কারির ঘটনার প্রেক্ষিতে মোদির এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads