• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

বিদেশ

সৌদি নারীদের পোশাক বিপ্লব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০১৮

সম্পূর্ণ কালো পোশাকের ভাবনা থেকে বাইরে বেরিয়ে আসছেন সৌদি আরবের নারীরা। খেলাধুলার পোশাক, রঙিন আবায়া (সৌদি নারীদের বিশেষ পোশাক) কিংবা কর্মস্থলের জন্য উপযোগী পোশাকে দেখা যাচ্ছে দেশটির নারীদের। রক্ষণশীল এই দেশটিতে কেউ কেউ নারীদের পোশাকের এই স্বাধীনতাকে তির্যক দৃষ্টিতে দেখলেও বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছে রাজপরিবার ও প্রগতিশীল অংশ।

বিবিসি খবরে বলা হয়, সৌদি আরবে জনসম্মুখে নারীদের সম্পূর্ণ শরীর কালো পোশাকে ঢাকা বাধ্যতামূলক। এ অবস্থার মধ্যেই গত মাসে লোহিত সাগর তীরবর্তী নগরী জেদ্দায় নারী দৌড়বিদদের ছবি ভাইরালে পরিণত হয়েছিল। অনেকেই একে নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে দেখলেও একটি কট্টরপন্থি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ক্ষোভ ঝাড়ে।

কিন্তু নারীদের পোশাক সম্পর্কে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাম্প্রতিক মন্তব্যের পর বিরোধীরা আর মুখ  খোলেননি। যুবরাজ গত মাসে সিবিএস টিভিকে বলেন, ইসলামে শরিয়া আইন খুবই স্পষ্ট। নারীরা পুরুষের মতোই মার্জিত ও শালীন পোশাক পরবেন। ইসলামে কালো রঙের আবায়ার বাধ্যবাধকতা নেই। নারীদের ইচ্ছেমতো তাদের শালীন ও মার্জিত পোশাক পছন্দ করার সম্পূর্ণ অধিকার রয়েছে। বিশিষ্ট আলেম শেখ আহমেদ বিন কাশিম আল-গামদিও ইসলামে শুধু কালো রঙের আবায়ার অনুমোদনের বিষয়টি নাকচ করে দিয়েছেন। তার এই মন্তব্যে দেশটির পোশাক বিতর্কে নতুন মোড় নেয়।

নতুন ধরনের পোশাকের ডিজাইনার ইমান পজাহারি জেদ্দায় তার ফ্যাশন স্টুডিও থেকে বলেন, নতুন ধরনের পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে। বিভিন্ন রঙের কাপড় পরাও নারীদের এক ধরনের ক্ষমতায়ন। কারণ এর মাধ্যমে সে তার ব্যক্তি স্বাধীনতার প্রকাশ ঘটাচ্ছে। তিনি বলেন, কিন্তু আমি এই কাজটা আমার নিজের ভালো লাগার জন্য করছি। ইমান ২০০৭ সালে নারীদের জন্য এই স্পোর্টস আবায়া ডিজাইন করেন।

উল্লেখ্য, সৌদি আরবে নারীদের জীবনযাত্রায় ব্যাপক ও যুগান্তকারী পরিবর্তন ঘটছে। কর্তৃপক্ষ ঐতিহাসিক ডিক্রি জারি করে এ বছরের জুন মাস থেকে নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো নারীদের স্টেডিয়ামে গিয়ে খেলা উপভোগ করা, সেনাবাহিনীতে নিয়োগ ও সিনেমা হলে যাওয়ার অনুমতিও দেওয়া হয়েছে। ২০১৪ সালে দেশটিতে নারীদের খেলাধুলার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। দেশটির নারীরা আগামী বছর রিয়াদ আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিতে পারবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads