• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

বিদেশ

ট্রাম্পের সঙ্গে তুলনা

ক্ষুব্ধ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আরডার্ন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০১৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় ওয়াল স্ট্রিট জার্নালের প্রতি চরম ক্ষুব্ধ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। অভিবাসন ইস্যুতে সংবাদমাধ্যমটির ফেসবুক স্ট্যাটাসে আরডার্নকে ইঙ্গিত করে লেখা হয়, নিউজিল্যান্ডের জাস্টিন ট্রুডোকে দেখুন- যিনি কেবল অভিবাসন ইস্যুতে অনেক বেশি ট্রাম্পের মতো। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিবেদনটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন আরডার্ন।

২০১৭ সালের সেপ্টেম্বরে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের শিরোনাম ছিল নির্বাচনী প্রচারকে ঘিরে নিউজিল্যান্ডের অভিবাসন-রাজনীতি। এটি ফেসবুকে শেয়ার করতে গিয়ে ট্রাম্পের সঙ্গে আরডার্নের তুলনা করা হয়। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের সময় ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ এবং মুসলিম ও শরণার্থীদের প্রবেশাধিকার সাময়িক নিষিদ্ধের কথা বলেছিলেন। এই প্রতিশ্রুতিগুলোই নির্বাচনে প্রভাব ফেলেছে। অভিবাসন প্রশ্নে বিতর্কিত ভূমিকা পালনকারী ট্রাম্পের সঙ্গে নিজের ভূমিকার তুলনাতেই আপত্তি জাসিন্ডার।

তিনি বলেন, এটা আমাকে ক্ষুব্ধ করেছে; আমার রাগ হয়েছে। আমরা এমন একটি দল যারা নির্বাচনী প্রচারের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম, আগের চেয়ে দ্বিগুণ সংখ্যক শরণার্থী আশ্রয় দেব। আমরা অভিবাসনকে ভিত্তি করেই গড়ে ওঠা জাতি। আমি নিজেও তৃতীয় প্রজন্মের এক নিউজিল্যান্ডবাসী। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন মিথ্যা। অভিবাসন ইস্যুতে আমি যে ভূমিকা পালন করছি তার সঙ্গে এটি সাংঘর্ষিক। এ ইঙ্গিত আমাকে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads