• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

বিদেশ

নারীদের জিন্স-মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ এপ্রিল ২০১৮

ইন্টারনেট আবিষ্কার তত্ত্ব নিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে যখন দেশটিতে ব্যাপক সমালোচনার ঝড় চলছে ঠিক তখনই হরিয়ানার একটি গ্রামের নারীদের মোবাইল ব্যবহার ও জিন্স পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। গ্রাম পঞ্চায়েত এ নিষেধাজ্ঞা জারি করেছে বলে এনএনআই জানিয়েছে।

দেশটির উত্তরাঞ্চলের হরিয়ানা প্রদেশের সোনপত জেলার ঈশাপুর গ্রাম পঞ্চায়েত এ নির্দেশ জারি করে। গ্রামের পঞ্চায়েত প্রধান প্রেম সিং সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, গ্রামের মেয়েদের মোবাইল ফোন ও জিন্স পরার উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় বেশ উপকার পেয়েছেন তারা। তিনি বলেন, আমাদের গ্রামে মেয়েদের জিন্স পরা ও ফোনের অপব্যবহার করার অনুমতি দেওয়া হয় না। নিয়ম কার্যকর থাকার কারণে আগের তুলনায় গ্রামের পরিস্থিতি এখন ভালো। পঞ্চায়েতের মাধ্যমে আমরা এ নিষেধাজ্ঞা জারি করেছি।

তবে পঞ্চায়েতের এ ধরনের নির্দেশে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামের নারীরাই। স্থানীয় নারীরা বলছেন, তারা ক্ষমতার অপব্যবহার করছেন। এটা সম্পূর্ণ পুরুষদের বাজে মানসিকতার প্রকাশ। আর তা না হলে কেন আমদের জিন্স পরতে নিষেধ করা হবে? কেন ফোন ব্যবহার করতে দেওয়া হয় না। যেখানে গ্রামের মুরব্বিরা তো বটেই অল্পবয়স্ক ছেলেরা পর্যন্ত মোবাইল ব্যবহার করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads