• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

বিদেশ

মিগেলকে পুতিনের অভিনন্দন, কিউবায় মাদুরো

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২২ এপ্রিল ২০১৮

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিউবার নবনির্বাচিত প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেলকে অভিনন্দন জানিয়েছেন। ক্রেমলিনের ওয়েবসাইটের বরাত দিয়ে রয়টার্স জানায়, গত শুক্রবার পুতিন টেলিফোনে মিগেল ও কিউবার বিদায়ী প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সঙ্গে কথা বলেন। এদিকে নতুন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ ও সম্পর্ক জোরদারের লক্ষ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শুক্রবার হাভানায় গেছেন।

মিগেলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রুশ প্রেসিডেন্ট কিউবার অর্থনীতির আধুনিকায়নে রুশ সহযোগিতার প্রস্তাব দেন বলেও জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত বাতিস্তা সরকারকে হটিয়ে ১৯৬০-এর দশকে ফিদেল ক্যাস্ত্রো ক্ষমতায় গেলে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মার্কিন প্রশাসন। এ সময় বিশ্বের প্রধান সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে কিউবা।

তবে বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, যিনি ২০০৮ সালে নির্বাচিত হওয়ার পরপরই কিউবার ব্যাপারে ভিন্ন নীতি অনুসরণ করেন। বারাক ওবামা ওই সময় বলেছিলেন, ৫০ বছর ধরে অর্থনৈতিক অবরোধের মাধ্যমে আমরা কিউবাকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করেছি, কোনো কাজ হয়নি। এখন সময় এসেছে নতুন নীতি অনুসরণের। তবে ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে ক্ষমতায় এসেই কিউবা নীতি পরিবর্তন করলে আবার দু’দেশের সম্পর্ক খারাপ হয়। যদিও দু’দেশের মধ্যে চলমান কূটনৈতিক পরিবর্তন আনেননি ট্রাম্প। নতুন প্রেসিডেন্ট মিগেলের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে কিউবা, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন দিকে মোড় নেবে তা দেখার অপেক্ষায় বিশ্ব।

এদিকে দিয়াজ-কানেল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র এক দিন পরই গত শুক্রবার মাদুরো দ্রুত কিউবা সফরে গেলেন। তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলায় কর্মরত কিউবার চিকিৎসকদের সহযোগিতার বিনিময়ে দেশটির কম মূল্যের জ্বালানি তেলের ওপর হাভানা ব্যাপকভাবে নির্ভরশীল। তবে অর্থনৈতিকভাবে ভেনিজুয়েলাও বেশ দুর্বল।

কারাকাস ত্যাগের আগে মাদুরো বলেন, দিয়াজ-কানেলের প্রতি সংহতি ও সমর্থন জানাতে তিনি এ সফরে যাচ্ছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বিমানবন্দরে মাদুরোকে স্বাগত জানান। বিমানবন্দরে পৌঁছানোর পর মাদুরো বলেন, একসঙ্গে কাজ অব্যাহত রাখতে আমি অনেক আগ্রহ নিয়ে এখানে এসেছি। ভেনিজুয়েলাসহ লাতিন আমেরিকা ও ক্যারিবীয় মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ককে এগিয়ে নেওয়াই নয়, মিগেলকে নজর দিতে হবে রাউলের শুরু করা অর্থনৈতিক সংস্কার কার্যক্রম চালিয়ে নেওয়ার ব্যাপারেও।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads