• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

বিদেশ

ইসরাইলের পুরস্কার প্রত্যাখ্যান করে পোর্টম্যানের প্রতিবাদ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২২ এপ্রিল ২০১৮

ফিলিস্তিনিদের হত্যাকারী সেনাদের প্রশংসা করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেওয়া বক্তব্যের প্রতিবাদে দেশটির সম্মানজনক একটি পুরস্কার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী নাটালি পোর্টম্যান। গত শুক্রবার পোর্টম্যানের এ সিদ্ধান্ত জানার পর ‘জেনেসিস প্রাইজ’ কর্তৃপক্ষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল করেছে বলে রয়টার্স জানিয়েছে।

নিজেদের ভূমিতে ফেরত যেতে দেওয়ার দাবিতে গত তিন সপ্তাহ ধরে গাজা-ইসরাইল সীমান্তে ফিলিস্তিনিরা বিক্ষোভ করছে। গত শুক্রবার পর্যন্ত এ বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আরো দেড় শতাধিক মানুষ। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন এ হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও সম্প্রতি নেতানিয়াহু সেনাদের প্রশংসা করেন।

নিজের এক প্রতিনিধির মাধ্যমে ইসরাইল সীমান্তে সম্প্রতি ঘটতে থাকা ‘পীড়াদায়ক’ পরিস্থিতির কারণে ১০ লাখ মার্কিন ডলার অর্থমূল্যের সম্মানজনক ওই পুরস্কার প্রত্যাখ্যান করার কথা জানান পোর্টম্যান। জেরুজালেমে জন্মগ্রহণ করা ইহুদি সম্প্রদায়ের পোর্টম্যান তিন বছর বয়সে বাবা-মায়ের হাত ধরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নিজ পেশায় অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে ইহুদি সম্প্রদায় ও ইহুদি মূল্যবোধকে সকলের সামনে উদাহরণ হিসেবে দাঁড় করাতে ভূমিকা রাখা ব্যক্তিদের ২০১৪ সাল থেকে ইসরাইল এ পুরস্কার দিয়ে আসছে। ওই অনুষ্ঠানে নেতানিয়াহুর বক্তব্য দেওয়ার কথা ছিল।

এদিকে পোর্টম্যানের এ সিদ্ধান্তের বিষয়ে নেতানিয়াহু সরকারের কয়েকজন মন্ত্রী বলেন, ফিলিস্তিনিরা বিশ্বজুড়ে ‘বয়কট ইসরাইল’ নামে যে প্রচার চালাচ্ছে পোর্টম্যান তার দ্বারা প্রভাবিত হয়েছেন। ইন্সটাগ্রামে এক পোস্টে এর জবাব দিয়ে পোর্টম্যান লিখেছেন, আমিই এবার আমার হয়ে কথা বলছি। আমার ওই অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কারণ, আমি বেঞ্জামিন নেতানিয়াহুকে সমর্থন করি না। তার ওই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল। ‘বয়কট ইসরাইল’-এর সমর্থন করেন না জানিয়ে তিনি আরো বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অন্যান্য ইসরাইলি ও ইহুদির মতো আমিও ইসরাইলের নেতৃত্বের সমালোচনা করি। কিন্তু ইসরাইলের সব মানুষকে আমি বয়কট করতে চাই না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads