• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

বিদেশ

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৩১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধশতাধিক মানুষ। স্থানীয় সময় রোববার পরিচয়পত্রের জন্য অপেক্ষারতদের মাঝে বিস্ফোরণটি ঘটানো হয়। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। খবর বিবিসি।

কাবুলের পশ্চিমাংশের দাশ্ত-ই বার্চি এলাকায় বিস্ফোরণটি ঘটানো হয়। এলাকাটিতে সংখ্যালঘু শিয়া হাজারা সমপ্রদায়ের লোকজনের বসবাস। এর আগেও আইএস বেশ কয়েকবার ওই এলাকাটিতে বোমা হামলা চালিয়েছিল। পরপর বেশ কয়েকটি বড় ধরনের হামলার পর কয়েক সপ্তাহ বিরতি দিয়ে আবারো আক্রান্ত হলো কাবুল। আগের হামলাগুলোর দায় তালেবান স্বীকার করলেও এবারের হামলার দায় অস্বীকার করেছে তারা। টুইটারে এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জানান, তারা এ হামলা চালায়নি। এরপরই আইএসের আমাক বার্তা সংস্থা জানায়, তাদের আত্মঘাতী হামলাকারী এই হামলা চালিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানান, কেন্দ্রটিতে পরিচয়পত্র দেওয়ার সময় হেঁটে সেখানে আসা এক ব্যক্তি নিজের কাছে থাকা বোমাটির বিস্ফোরণ ঘটায়। জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং ৫৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণে পার্কিং করে রাখা গাড়ি ধ্বংস হয় এবং আশপাশের ভবনগুলোর জানালা ভেঙে পড়ে। ছবিতে দেখা গেছে, নিবন্ধন কেন্দ্রটির মেঝেতে রক্তাক্ত বিভিন্ন নথি ও ছবি পড়ে আছে। পরিত্যক্ত জুতা ও গাড়ির ভাঙা কাচ পড়ে থাকতেও দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী বশির আহমদ জানান, ঘটনাস্থলে শিশু ও নারীরাও ছিল। পরিচয়পত্র সংগ্রহ করতে সেখানে তারা জমায়েত হয়েছিল। অক্টোবরে আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের প্রস্তুতি হিসেবে আফগানিস্তানজুড়ে ভোটার নিবন্ধন কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোটার নিবন্ধন শুরু হওয়ার পর আফগানিস্তানে এটা চতুর্থ বোমা হামলার ঘটনা। প্রসঙ্গত, দেশটিতে সশস্ত্র গোষ্ঠী তালেবান বেশ সক্রিয়। আফগান সরকার তাদের শান্তি আলোচনায় বসার আহ্বান জানালেও এখনো সে বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। নির্বাচন ঘিরে আরো হামলার আশঙ্কা করছে আফগান সরকার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads