• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

বিদেশ

মালিতে জঙ্গিদের হামলায় নিহত ৪৩

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩০ এপ্রিল ২০১৮

মালির মেনাকা অঞ্চলে তুয়ারেগ নৃগোষ্ঠীর ওপর হামলা চালিয়ে অন্তত ৪৩ জনকে হত্যা করেছে জঙ্গিরা। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ওই অঞ্চলে শুক্র ও শনিবার পরপর দুই দিন হামলা চালিয়ে এত সংখ্যক মানুষকে হত্যা করে জঙ্গিগোষ্ঠী এমএসএ। তবে রয়টার্সের প্রতিবেদনে একে গোষ্ঠীগত কোন্দল হিসেবে দাবি করা হয়েছে।

নাইজেরিয়ার সীমান্তবর্তী আকলাজ ও আওয়াকাসা গ্রামের তুয়ারেগ গোষ্ঠীর ওপর এ হামলা চালানো হয়। গোষ্ঠীটির প্রধান সিদিগুই আগ হামাদি বলেন, দুই দিনের হামলায় ৪৩ জন নিহত হয়েছে। এমএসএ জঙ্গিদের প্রথম দিনের হামলায় ৩১ জন নিহত হয়। পরের দিন জঙ্গিরা মোটরসাইকেলে করে এসে গ্রামবাসীর ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে আরো ১২ জন নিহত হয়।

তিনি বলেন, আমাদের যোদ্ধারাও হামলা মোকাবেলায় পাল্টা গুলি চালিয়ে ওদের পিছু হটতে বাধ্য করে। তবে এভাবে বেসামরিক লোকদের ওপর এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা আগে ঘটেনি বলে তিনি মন্তব্য করেন। হামলার পর গ্রামবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তিনি জানান।

মেনাকার মেয়র নানৌত কোতিয়ার বরাত দিয়ে স্থানীয় কর্তৃপক্ষ হামলা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করে। গোষ্ঠীগত কোন্দলকে কেন্দ্র করে বেসামরিক লোকদের ওপর জঙ্গিরা হামলা চালিয়েছে বলে জানান মেয়র।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads