• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

বিদেশ

হাওয়াইয়ে অগ্ন্যুৎপাত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ মে ২০১৮

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউন্ট কিলাউয়াতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ফলে দ্বীপটিতে জরুরি অবস্থা জারি করে সেখানকার প্রায় দুই হাজার অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে ডেইলি মেইলের খবরে জানানো হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, এক হাজার ৭০০ অধিবাসীকে সেখান থেকে বাধ্যতামূলক সরিয়ে নেওয়া হয়েছে। অধিবাসীদের সরিয়ে নিতে ‘আমেরিকান রেড ক্রস’ একটি জরুরি ইভ্যাকুয়েশন শেল্টার খুলেছে।  হাওয়াইয়ের গভর্নর ডেভিড আইজি টুইটারে জানিয়েছেন, সেখানকার অধিবাসীদের সরিয়ে নিতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাশনাল গার্ডের সহায়তায় ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ কাজ কাজ করে যাচ্ছে।

ড্রোন থেকে ধারণ করা একটি ফুটেজে দেখা যায়, আবাসিক এলাকার খুব কাছেই একটি ফাটল থেকে লাভার বিস্ফোরণ ঘটছে এবং চারদিকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ছে। তবে লাভা বনের মধ্যে ছড়িয়ে পড়ায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে কর্তৃপক্ষ। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads