• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
উ. কোরিয়ার সাবেক গোয়েন্দাপ্রধান  যুক্তরাষ্ট্রে

জেনারেল কিম ইয়ং-চোল

ইন্টারনেট

বিদেশ

উ. কোরিয়ার সাবেক গোয়েন্দাপ্রধান যুক্তরাষ্ট্রে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩০ মে ২০১৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের ঐতিহাসিক বৈঠকের প্রস্তুতি এগিয়ে নিতে দেশটির সাবেক গোয়েন্দাপ্রধান ওয়াশিংটনে পৌঁছেছেন। খবর সিএনএন।

দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানায়, কিমের অন্যতম ঘনিষ্ঠ জেনারেল কিম ইয়ং-চোল বেইজিং হয়ে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছেন। ২০০০ সালের পর এই প্রথম কোনো শীর্ষ উত্তর কোরীয় কর্মকর্তা যুক্তরাষ্ট্রে গেলেন।

ট্রাম্পের সঙ্গে কিমের আলোচনার মধ্যে চোলের আবির্ভাবকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। আসন্ন বৈঠক নিয়ে উত্তর কোরিয়া যে খুবই আন্তরিক সাবেক এই গোয়েন্দাপ্রধানের ওয়াশিংটনে উপস্থিতি তার প্রমাণ। চোলকে সমপ্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে শীর্ষ পর্যায়ের কূটনৈতিক আলোচনাগুলোতেও দেখা গেছে। প্রভাবশালী এই কর্মকর্তাকে প্রায়ই উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিমের পাশে দেখা যায়। চীন ও দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গেও তিনি নিয়মিত বৈঠক করেন। সম্প্রতি পিয়ংইয়ংয়ে আসা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গেও দেখা করেছিলেন তিনি।

ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় হওয়া শীতকালীন অনুষ্ঠানের সমাপনীতে ট্রাম্পের মেয়ে ও উপদেষ্টা ইভাঙ্কার পাশেই বসেছিলেন উত্তরের সাবেক এই গোয়েন্দাপ্রধান। চোলের যুক্তরাষ্ট্র সফরের মধ্যেই মঙ্গলবার সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে দুই নেতার বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে মিলিত হওয়ার কথা। ট্রাম্প-কিম কী নিয়ে আলোচনা করবেন সে বিষয়ে বিস্তারিত কিছু এখনো প্রকাশ করা না হলেও ধারণা করা হচ্ছে, কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করা এবং উত্তেজনা প্রশমনই মূল আলোচ্য বিষয় হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads