• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ওবামাকে সুটকেস ভর্তি মোহর দিয়েছিল সৌদি আরব

বারাক ওবামা

ইন্টারনেট

বিদেশ

ওবামাকে সুটকেস ভর্তি মোহর দিয়েছিল সৌদি আরব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৬ জুন ২০১৮

সৌদি সরকার যুক্তরাষ্ট্রের সাবেক ওবামা প্রশাসনকে সুটকেস ভর্তি দশ হাজার ডলার মূল্যের মোহর দিয়েছিল। যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস সম্প্রতি তার আত্মজীবনীতে এই বিষয়টি তুলে ধরেছেন বলে জানিয়েছে ব্রিটিশ মিডিয়া দ্য গার্ডিয়ান।

গতকাল মঙ্গলবার ‘দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইট ইজ’ নামে বেনের বইটি প্রকাশিত হয়। বইয়ে বেন লেখেন, ২০০৯ সালের জুনে যুক্তরাষ্ট্রের একদল কর্মকর্তাকে গলফ খেলার গাড়িতে করে মরুভূমিতে অবস্থিত একটি কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার ভাষ্যে, ‘আমি যখন আমার ইউনিট নিয়ে ওই কমপ্লেক্সের দরজা খুলি, তখন ভেতরে একটা বড় সুটকেস দেখতে পাই- যার ভেতরে অনেক স্বর্ণালঙ্কার ছিল।’ যদিও প্রথমে বেন ভেবেছিলেন কায়রোতে মুসলিম সম্মেলনে তার দেওয়া ভাষণকে প্রভাবিত করতেই ওই ঘুষ দেওয়া হয়েছিল। তবে পরে তিনি দেখতে পান তার ইউনিটের সকলকেই অমন সুটকেস দেওয়া হয়। যদিও বেন জানান, ওই সুটকেস তার ইউনিটের কেউই গ্রহণ করেনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রেজিস্টার মতে, বেনকে একজোড়া রুপোয় নির্মিত বোতাম, দুটি ঘড়ি, রুপোয় নির্মিত একটি কলম, হীরে বসানো এক সেট কানের দুল, আংটি এবং একটি ব্রেসলেট দিয়েছিল সৌদি সরকার। বেনের সঙ্গে থাকা বাকি ১৩ জন হোয়াইট হাউস কর্মকর্তাকেও একই উপহার দেওয়া হয়েছিল।

সৌদি আরবের বাদশা আবদুল্লাহ মিশেল ওবামাকে ১ লাখ ৩২ হাজার ডলার মূল্যের একটি গহনা উপহার দিয়েছিলেন। যদিও ওই উপহার যুক্তরাষ্ট্রের জাতীয় সংগ্রহশালায় জমা দেওয়া হয় দেশটির আইন অনুসারে। কিন্তু যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, কন্যা ইভাঙ্কা এবং জামাতা জারেড কুশনারকে নিয়ে সৌদি আরব সফরে গিয়েছিলেন তখন বাদশা সালমান তাকে একটি সোনার মেডেল এবং চেইন দিয়েছিলেন। যদিও ওই উপহার ট্রাম্প জাতীয় সংগ্রহশালায় জমা দিয়েছিলেন কি না তা জানা যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads