• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
চর সন্দেহে রুশ তরুণী গ্রেফতার

মারিয়া বুতিনা

ছবি : ইন্টারনেট

বিদেশ

চর সন্দেহে রুশ তরুণী গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৮ জুলাই ২০১৮

ক্রেমলিনের গুপ্তচর সন্দেহে যুক্তরাষ্ট্রে ২৯ বছর বয়সি এক রুশ তরুণীকে গ্রেফতার করা হয়েছে রোববার। বিষয়টি সামনে আনা হল ঠিক তখন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হেলসিঙ্কিতে বৈঠক করছেন। ২০১৬ সালে আমেরিকার ভোটে রাশিয়ার নাক গলানোর অভিযোগ এক সুরে খারিজ করছেন পাশাপাশি দাঁড়িয়ে। রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্তে রবার্ট মুলার এবার অনেক প্রশ্নের উত্তর পেতে পারেন মারিয়া বুতিনা নামে এই রুশ তরুণীর কাছ থেকে। বিষয়টি নিয়ে আদালতে শুনানি হবে আগামিকাল।

মারিয়াকে গ্রেফতারের কারণ কী? মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, মারিয়ার কাজকর্ম সন্দেহজনক। মার্কিন নাগরিকদের সঙ্গে মেলামেশার ধরন এবং এ দেশের নানা রাজনৈতিক গোষ্ঠীতে মারিয়ার ঢুকে পড়া থেকেই মনে করা হচ্ছে, রুশ সরকারের হয়ে গুপ্তচরবৃত্তি ও আমেরিকার রাজনীতিতে প্রভাব বিস্তারই তার লক্ষ্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads