• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
টরন্টোয় অস্ত্রধারীর গুলিতে নিহত ১

গোলাগুলির পর হামলাকারীও নিহত হয়েছেন

ছবি : ইন্টারনেট

বিদেশ

টরন্টোয় অস্ত্রধারীর গুলিতে নিহত ১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ জুলাই ২০১৮

কানাডার টরন্টোতে রাতের রাস্তায় এক অস্ত্রধারীর গুলিতে এক নারী নিহত হয়েছেন। ওই ঘটনায় এক শিশুসহ গুলিবিদ্ধ হয়েছেন আরো ১৩ জন। রোববার রাতে টরন্টোর গ্রিকটাউন এলাকায় ড্যানফোর্থ ও লোগান এভিনিউয়ে ওই ঘটনা ঘটে। গোলাগুলির পর হামলাকারীও নিহত হয়েছেন বলে টরন্টোর পুলিশ প্রধান মার্ক সন্ডার্স জানিয়েছেন। তিনি জানান, আহতদের মধ্যে আট-নয় বছরের একটি মেয়ের অবস্থা গুরুতর। বাকিদেরও হাসপাতালে চিকিৎসা দেওয় হচ্ছে। সেখানে ঠিক কী ঘটেছে, তা জানতে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে পুলিশ।

এক প্রত্যক্ষদর্শীর তোলা একটি ভিডিও প্রকাশ করেছে সিবিসি অনলাইন। যেখানে এক ব্যক্তিকে ফুটপাত দিয়ে হেঁটে আসতে আসতেই হাতের পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যাচ্ছে। জোডি স্টেইনহাওয়ার নামের এক প্রত্যক্ষদর্শী সিবিসি নিউজকে জানান, গোলাগুলির ঘটনার সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ড্যানফোর্থের একটি রেস্তোরায় ছিলেন। হঠাৎ করেই তারা ১০ থেকে ১৫টি বিকট শব্দ পান। প্রথমে তাদের মনে হয়েছিল, বোধ হয় বাজি ফোটানো হচ্ছে। দৌড়ে রেস্তোরাঁর পেছনে চলে যাওয়ার সময় তারা লোকজনের চিৎকার শুনতে পান। গোলাগুলির ঘটনার পর টরন্টোর মেয়র জন টোরি এক সংবাদ সম্মেলনে জানান, আগ্নেয়াস্ত্র সহজলভ্য হওয়াই এ সমস্যার মূল কারণ বলে তিনি মনে করেন।

সাম্প্রতিক সময়ে টরন্টোতে অস্ত্রবাজি বেড়ে যাওয়ায় গত সপ্তাহে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। যেসব এলাকায় এসব ঘটনা বেশি ঘটছে, সেখানে সন্ধ্যা ৭টা থেকে রাত ৩টা পর্যন্ত পালা করে টহল দেওয়ার জন্য ২০০ পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads