• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
অস্ট্রেলিয়ার উপনির্বাচনে ক্ষমতাসীনদের হার

নিউ সাউথ ওয়েলস রাজ্যের ওয়েন্টওর্থ নির্বাচনী এলাকার উপনির্বাচনে বিজয়ী কেরিন ফেল্পস

সংগৃহীত ছবি

বিদেশ

অস্ট্রেলিয়ার উপনির্বাচনে ক্ষমতাসীনদের হার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০১৮

ইসরাইলের দখলকৃত জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের ঘোষণা দিয়ে গুরুত্বপূর্ণ উপনির্বাচনে হেরেছে অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দল। পূর্ব সিডনির এই সংসদীয় আসনে হারার পর পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সঙ্কটে পড়তে পারে প্রধানমন্ত্রী স্কট মরিসনের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট। সিএনএনের খবর।

গত সপ্তাহ স্কট মরিসন হঠাৎ করেই ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে তেল আবিব থেকে জেরুজালেমে তাদের ইসরাইলি দূতাবাস স্থানান্তর করা হবে। এ ঘোষণাকে ইসরাইল স্বাগত জানানোর পর জনমত জরিপে দেখা যায়, ওয়েন্টওর্থ অঞ্চলে ইহুদি ভোটারদের সমর্থন পাচ্ছেন তিনি। স্থানীয় ভোটারদের ১৩ শতাংশ ইহুদি ধর্মাবলম্বী। তবে এতে দূরত্ব তৈরি হয়েছে মুসলিমসহ স্থানীয়দের অনেকের সঙ্গে। এ বিষয়ে স্থানীয় নাহিদা সাফার নামের এক নারী বলেন, আমরা বহু সংস্কৃতির দেশ। জেরুজালেমে যা হচ্ছে সেটার প্রভাব যেন আমাদের দেশে না পড়ে, আমি এটাই মনে করি।

এদিকে এই আসনে ক্ষমতাসীনদের হারিয়ে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী কেরিন ফেল্পস। ফলে সংসদে কোনো আইন পাস করতে হলে মরিসনকে কেরিনসহ আরো চার স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে সমঝোতা করতে হবে। দলের ভেতরে ক্যু-র মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া মরিসনের পূর্বসূরি ম্যালকম টার্নবুল জেরুজালেমে দূতাবাস হস্তান্তরে অস্বীকৃতি জানিয়েছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads