• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মারভেল কমিকসের স্রষ্টা স্ট্যান লি আর নেই

ছবি : ইন্টারনেট

বিদেশ

মারভেল কমিকসের স্রষ্টা স্ট্যান লি আর নেই

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৩ নভেম্বর ২০১৮

মার্কিন কমিক বই লেখক, মার্ভেল কমিকসের সাবেক প্রেসিডেন্ট এবং স্পাইডার ম্যান, আয়রন ম্যান, ফ্যান্টাস্টিক ফোর, দ্য ইনক্রেডিবলের মতো জনপ্রিয় সুপারহিরোদের স্রষ্টা স্ট্যান লি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর।

স্ট্যান লি'র মেয়ে জেসি তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেছেন, সোমবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকালে অ্যাম্বুলেন্সে করে হলিউড হিলসের বাড়ি থেকে তাকে লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তিনি মারা যান।

সাম্প্রতিক বছরগুলোতে, লি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে জানা গেছে। তার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন মিডিয়া অঙ্গনের তারকাসহ অসংখ্যা ভক্ত অনুরাগী।

স্ট্যান লি'র সৃষ্টি করা বিখ্যাত সুপার হিরো চরিত্র- স্পাইডার ম্যান, এক্স-ম্যান, হাল্ক এবং আয়রন ম্যান এর জন্যেই তিনি সারাবিশ্বে জনপ্রিয় ছিলেন।

উল্লেখ্য, ১৯৬০ সালে লিবিয়ায় একটি কমিক বইয়ের শিরোনামে মার্ভেলের উত্থান ঘটেছিল। এরপর ১৯৬১ সালে দ্য ফ্যান্টাস্টিক ফোরের মাধ্যমে মার্ভেল কমিক্স শুরু করেন লি। তরুন প্রজন্মকে একটি নতুন কমিকস জগতের সন্ধান এনে দিয়েছিলেন স্ট্যান লি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads