• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মার্কিন কাস্টডিতে ফের শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

বিদেশ

মার্কিন কাস্টডিতে ফের শিশুর মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর ২০১৮

মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের পর মার্কিন সীমান্তরক্ষীদের হাতে আটক ৮ বছর বয়সী গুয়াতেমালার আরো এক শিশুর মৃত্যুর খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ (সিবিপি)। এ নিয়ে চলতি ডিসেম্বরেই দুই শিশু মার্কিন কর্তৃপক্ষের হেফাজতে থাকা অবস্থায় মারা গেল। বিবিসির খবর।

এক বিবৃতিতে সিবিপি স্থানীয় সময় গত মঙ্গলবার জানায়, ৮ বছর বয়সী শিশুটি অসুস্থ হয়ে পড়লে সীমান্তরক্ষী এক কর্মকর্তা গত সোমবার তাকে ও তার বাবাকে নিউ মেক্সিকোর আলামোগোরডোর গেরাল্ড চ্যাম্পিয়ন রিজিওনাল মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষায় শিশুটির ঠাণ্ডা ও জ্বর ধরা পড়ে। প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সন্ধ্যায় শিশুটি বমি শুরু হলে আবারো তাকে হাসপাতালে নেওয়া হয়। রাতেই সে মারা যায়।

এদিকে শিশু মৃত্যুর বিষয়টি গুয়াতেমালার কর্মকর্তাদেরও জানানো হয়েছে বলে ভাষ্য সিবিপির। গুয়াতেমালার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফিনিক্সের কনসাল কার্যালয়কে শিশুটির বাবার সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছে। এছাড়া তাকে প্রয়োজনীয় সাহায্য এবং সুরক্ষা দিতেও বলা হয়েছে। তবে গুয়াতেমালার এই দ্বিতীয় শিশুটিরও মৃত্যুর ঘটনার কোনো আনুষ্ঠানিক তদন্ত হবে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads