• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মাদুরোকে সমর্থন তুরস্ক মেক্সিকো ও বলিভিয়ার

নিকোলাস মাদুরো ও হুয়ান গুইদো

ছবি : ইন্টারনেট

বিদেশ

যুক্তরাষ্ট্রের সমর্থনে নিজেকে প্রেসিডেন্ট দাবি বিরোধী নেতার

মাদুরোকে সমর্থন তুরস্ক মেক্সিকো ও বলিভিয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৫ জানুয়ারি ২০১৯

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছে তুরস্ক, মেক্সিকো ও বলিভিয়া। এদিকে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশ গুইদোকে প্রেসিডেন্ট হিসেবে

স্বীকৃতি দিয়েছেন। আনাদোলু এজেন্সি ও বিবিসির খবর।

নিকোলাস মাদুরোর সঙ্গে এক ফোনালাপে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন- ভাই মাদুরো, আত্মবিশ্বাস রাখুন, তুরস্ক আপনার সঙ্গে আছে। টুইটারে হ্যাশট্যাগ দিয়ে উই আর মাদুরো পোস্ট দিয়েছেন তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন। টুইটারে দেওয়া এক পোস্টে মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট জুয়ান ইভো মোরালেস। এতে তিনি বলেন, ভেনিজুয়েলার জনগণ এবং নিকোলাস মাদুরোর প্রতি আমরা সংহতি প্রকাশ করছি। ভেনিজুয়েলা ‘সাম্রাজ্যবাদী আক্রমণ’ মোকাবেলা করছে উল্লেখ করে ইভো মোরালেস বলেন, দক্ষিণ আমেরিকার জনগণ আর যুক্তরাষ্ট্রের আঙ্গিনায় পরিণত হবে না। মেক্সিকোর প্রেসিডেন্টের মুখপাত্র জেসাস রামিরেজ কিউভাস জানিয়েছেন, মাদুরোর প্রতি তার দেশের স্বীকৃতি অব্যাহত থাকবে। এদিকে ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। এ ঘোষণার কিছুক্ষণের মধ্যেই তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই যুক্তরাষ্ট্রের মতো একই ধরনের বিবৃতি দিয়ে কানাডাও তাকে স্বীকৃতি দেয়। এছাড়া দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল, কলম্বিয়াসহ ল্যাটিন আমেরিকার ডানপন্থি সরকারগুলোও তাদের অনুসরণ করে।

গত বুধবার রাজধানী কারাকাসের পূর্বদিকে এক সমাবেশে দেওয়া ভাষণে গুইদো অভিযোগ করে বলেন, মাদুরো ভেনিজুয়েলার ক্ষমতা দখল করে আছেন। লাখ লাখ লোকের উপস্থিতিতে ভেনিজুয়েলার বিরোধী দল নিয়ন্ত্রিত কংগ্রেসের প্রধান ৩৫ বছর বয়সী গুইদো বলেন, এই দখলদারিত্ব শেষ করার জন্য আমি প্রেসিডেন্টের সব ক্ষমতা গ্রহণ করার শপথ নিলাম। এ সময় তিনি একটি অন্তর্বর্তী সরকার গঠন করার প্রতিশ্রুতিও দেন। উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশটিতে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের ভেনিজুয়েলা ছাড়ার নির্দেশ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জুয়ান গুইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় তিনি এই ঘোষণা দেন। মাদুরো বলেন, সাংবিধানিক প্রেসিডেন্ট হিসেবে আমি সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।

২০১৯ সালের জানুয়ারিতে ভেনিজুয়েলার সাধারণ নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন নিকোলাস মাদুরো। তবে দেশটির বিরোধী দলসহ আন্তর্জাতিক সম্প্রদায় এ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নতুন করে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। বিরোধীদের এমন দাবির সঙ্গে যুক্ত হয় অর্থনৈতিক মন্দা। অর্থনৈতিক সঙ্কটে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ শেষ পর্যন্ত পরিণত হয় সরকারবিরোধী বিক্ষোভে। আর ব্যাপক এই বিক্ষোভের জেরেই নিজেকে প্রেসিডেন্ট দাবি করেন বিরোধীদলীয় নেতা জুয়ান গুইদো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads