• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ভারতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৯

ছবি : সংগৃহীত

বিদেশ

ভারতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৯

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ জুলাই ২০১৯

ভারতের আগ্রায় দিল্লিগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। আজ সোমবার ভোরে লখনৌ থেকে দিল্লি যাওয়ার পথে আগ্রার যমুনা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারী দল। তারা সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ৪৬ জন যাত্রী নিয়ে বাসটি প্রায় ৫০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ২৯ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

আগ্রার আইজি এ সতীশ গণেশ এক টুইট বার্তায় বলেন, লখনৌ থেকে দিল্লি অভিমুখে যাত্রা করা একটি ওয়ান স্লিপার কোচ যাত্রীবাহী বাস যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় কবলিত হয়। বাসটি রাস্তার পাশে ১৫ ফুট নিচে পড়ে যায়। এখন পর্যন্ত ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারেও তৎপরতা অব্যাহত রয়েছে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বাসের চালকের ঘুমের কারণে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং এটি রাস্তা থেকে নর্দমায় গিয়ে পড়ে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মারাত্মক এই দুর্ঘটনার পর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এসময় আহত ব্যক্তিদের সব সেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা ও চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন যোগী।

এদিকে উত্তরপ্রদেশের সড়ক বিভাগ নিহত ব্যক্তিদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads