• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

বিদেশ

বঙ্গবন্ধুর নামে সড়ক হচ্ছে ফিলিস্তিনে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ অক্টোবর ২০১৯

বাঙালির স্বাধীনতা আন্দোলনের নেতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ফিলিস্তিনে একটি সড়কের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আজারবাইজানে অনুষ্ঠিত অষ্টাদশ ন্যাম শীর্ষ সম্মেলনের ফাঁকে গতকাল শনিবার বাকু কংগ্রেস সেন্টারে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে ফিলিস্তিন সরকারের পক্ষে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি। বঙ্গবন্ধুর নামে ফিলিস্তিনের পশ্চিম তীরের প্রাচীন ঐতিহ্যের শহর হেভরনের একটি সড়কের নামকরণ করা হচ্ছে বলে জানান তিনি। এই রাস্তার নামফলক উন্মোচন করতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিলিস্তিন সফরের আমন্ত্রণও জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের পর পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। শহীদুল হক জানান, ওই সড়ক উদ্বোধন করতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনে আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। ফিলিস্তিন ইস্যু সব সময় তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন রিয়াদ মালকি। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।

স্বাধীন ভূখণ্ডের জন্য অর্ধশতকের বেশি সময় ধরে সংগ্রামরত ফিলিস্তিনিদের অধিকারের বিষয়ে বঙ্গবন্ধু সব সময়ই সোচ্চার ছিলেন। শেখ হাসিনাও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে কথা বলেন। বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটিও একজন ফিলিস্তিনি লেখক অনুবাদ করেছেন।

অন্যদিকে ন্যাম সম্মেলনের ফাঁকে গতকাল আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শার্মা ওলির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শেখ হাসিনা গতকাল সকালে বাকু কংগ্রেস সেন্টারের প্লেনারি হলে ১৮তম ন্যাম সম্মেলনের দ্বিতীয় দিনে সাধারণ অধিবেশনে যোগ দেন। শেখ হাসিনা ও সম্মেলনে যোগদানকারী অন্যান্য দেশের নেতৃবৃন্দের এদিন বিকালে অনুষ্ঠিত দুদিনব্যাপী সম্মেলনের সমাপনী অধিবেশনেও যোগ দেওয়ার কথা রয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিদের বাকু কংগ্রেস সেন্টারে এই অনুষ্ঠানে বাকু ঘোষণা গ্রহণ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী সন্ধ্যায় হোটেল হিলটনে তার সম্মানে আজারবাইজানের দায়িত্বপ্রাপ্ত তুরস্কের রাষ্ট্রদূত মো. আল্লামা সিদ্দিকি আয়েজিত নৈশভোজেও যোগ দেবেন।

আজারবাইজানের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার আজারবাইজানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী বিকালে শহীদদের স্মৃতির উদ্দেশে নির্মিত স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকসহ প্রধানমন্ত্রীর অন্যান্য সফর সঙ্গীরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ন্যাম সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন। চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে আগামীকাল রোববার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads