• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

বিদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসন

চীনের প্রস্তাবে পাত্তা দিচ্ছে না মিয়ানমার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর ২০১৯

রোহিঙ্গা জনগোষ্ঠীর টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ ও মিয়ানমারকে এক ডজন প্রস্তাব দিয়েছে চীন। কিন্তু বাংলাদেশ চীনের এসব প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলেও মিয়ানমার কোনো পাত্তাই দিচ্ছে না। কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন নিয়ে গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর আস্থা ফেরাতে বাংলাদেশ এবং মিয়ানমারকে এখন পর্যন্ত কমবেশি এক ডজন প্রস্তাব দিয়েছে চীন, যাতে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ চীনের এসব প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলেও মিয়ানমার কোনো পাত্তাই দিচ্ছে না। নতুন বছরের শুরুতে বেইজিংয়ের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। আসন্ন বৈঠককে সামনে রেখে প্রত্যাবাসন ইস্যুতে চীন আরো কয়েকটি নতুন প্রস্তাব দেবে। এইসব বিষয়ে চীনের দূত গতকাল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

তবে বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীকে আমি কথা দিয়েছি যে আজকে আমাদের মধ্যে যে আলাপ হয়েছে তা বাইরে অন্য কোথাও প্রকাশ করব না। তাই আজকের আলোচনার বিষয়টি জানাতে পারছি না বলে দুঃখিত।’

রাষ্ট্রদূত লি জিমিং আরো বলেন, আজকের (গতকালের) বৈঠকে আমরা জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন নিয়ে আলোচনা করেছি।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, প্রত্যাবাসন ইস্যুতে ঢাকা ইতিবাচক মনোভাব বজায় রাখলেও নেপিডো বারবারই মিথ্যা তথ্য এবং নেতিবাচক মনোভাব দেখিয়ে যাচ্ছে। এর কারণ কী, পররাষ্ট্রমন্ত্রী চীনের দূতের কাছে এসব বিষয়ে আজকে জানতে চান। পাশাপাশি রোহিঙ্গা সংকট কাটাতে সমস্যা এবং সমাধানের পথগুলো নিয়ে খোলামেলাভাবে আলোচনা করেন।

এর আগে, ঢাকায় চীন মিশনের উপ-প্রধান এবং মিনিস্টার কাউন্সিলর ইয়ান হুয়ালঙ ২৪ ডিসেম্বর বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে চীন চেষ্টা করে যাচ্ছে। আরো একটি ত্রিপক্ষীয় বৈঠক খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। বৈঠকটির জন্য আমরা উভয় পক্ষের সঙ্গে অব্যাহত যোগাযোগ রক্ষা করছি।’

ইয়ান হুয়ালঙ আরো বলেন, ‘টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে চীন বেশকিছু নতুন প্রস্তাব দিতে চায়। এ প্রস্তাবগুলো নিয়ে আসন্ন বৈঠকে আলোচনা করা হবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads