• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
করোনার বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করতে হবে পৃথিবীর মানুষকে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সংগৃহীত ছবি

বিদেশ

করোনার বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করতে হবে পৃথিবীর মানুষকে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০২০

এখনই শেষ হচ্ছে না করোনা। প্রাণঘাতী এই ক্ষুদ্র দানব পৃথিবীকে অচল করে রাখবে আরও অনেকদিন। কেননা বেশিরভাগ দেশ এখনও করোনা সংক্রমণের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে, কোনো ভুল করা যাবে না বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

করোনা ভাইরাস প্রতিরোধে দীর্ঘ সময় পৃথিবীর মানুষকে লড়াই করতে হতে পারে বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রধান টেড্রোস ঘেব্রেয়েসাস।

আফ্রিকা, পূর্ব ইউরোপ, মধ্য অ্যামেরিকা এবং দক্ষিণ অ্যামেরিকায় কোভিড-১৯ রোগের প্রকোপ বাড়তে থাকার বিষয়ে সতর্কও করেছেন তিনি। তিনি সতর্ক করেছেন, লকডাউন প্রত্যাহার করে নিলে সংক্রমণ আবারো ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে।

করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এসব বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রয়সেস। বিশ্বব্যাপী অনেক দেশ যখন অর্থনীতি বাঁচাতে লকডাউন শিথিল করা শুরু করেছে তারই প্রেক্ষিতে স্পষ্ট এই সতর্কবার্তা দিলেন তিনি।

জেনেভায় দৈনিক সংবাদ সম্মেলনের সময় তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা ঠিক সময়েই জরুরি অবস্থা ঘোষণা করেছিলাম।’

করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় ৩০ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'স্বাস্থ্য জরুরি অবস্থা' ঘোষণা করে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী টেড্রোস আধানম সংবাদ সম্মেলনে বলেন, ‌‘বেশিরভাগ দেশ এখনো এই মহামারির প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া মহামারিটি শুরু হওয়ার প্রথমদিকে যেসব দেশ আক্রান্ত হয়েছিল সেসব দেশে নতুন করে আবার আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।’

এদিকে বিশ্বজুড়ে ২৬ লাখ ৩৭ হাজার ৬৭৩ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ২১৭ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads