• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

বাংলাদেশ

নাটোরে প্রধানমন্ত্রী

  • বাসস
  • প্রকাশিত ২২ ফেব্রুয়ারি ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ৬ষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠান-২০১৮সহ অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে নাটোরে পৌঁছেছেন।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানবাহিনীর হেলিকপ্টার আজ সকাল ১০টা ৫০ মিনিটে কাদিরাবাদ সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করে।

পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান শেষে প্রধানমন্ত্রী রাজশাহী যাবেন। সেখানে মাদ্রাসা ময়দানে তিনি ২১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন।

পরে বিকেল ৩টায় রাজশাহী মাদ্রাসা ময়দানেই তিনি স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী যেসব প্রকল্প উদ্বোধন করবেন সেগুলো হচ্ছে- ‘তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারী কলেজ (আইসিটি) সমূহের উন্নয়ন’ র্শীষক প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ, বোয়ালিয়া, রাজশাহীর ৪তলা একাডেমিক ভবন নির্মাণ;  শহীদ এ, এইচ, এম কামারুজ্জামান ডিগ্রী কলেজ, বোয়ালিয়া, রাজশাহীর ৫তলা একাডেমিক ভবন নির্মাণ; দামকুড়া হাট কলেজ, রাজশাহীর ৪তলা একাডেমিক ভবন নির্মাণ; আড়ানী ডিগ্রী কলেজ, বাঘা, রাজশাহীর ৪তলা একাডেমিক ভবন নির্মাণ;  আব্দুল করিম সরকার ডিগ্রী কলেজ, তানোর, রাজশাহীর ৪তলা একাডেমিক ভবন নির্মাণ; বাগমারা কলেজ, বাগমারা, রাজশাহীর ৪তলা একাডেমিক ভবন নির্মাণ; বিড়ালদহ কলেজ, পুঠিয়া, রাজশাহীর ৪তলা একাডেমিক ভবন নির্মাণ; রাজশাহীতে পুলিশের চন্দ্রিমা থানা, কাশিয়াডাঙ্গা থানা, কাটাখালী থানা, এয়ারপোর্ট থানা, পবা থানা, কর্ণহার থানা, দামকুড়া থানা, বেলপুকুর থানা এবং রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় বারনই নদীতে রাবার ড্যাম নির্মাণ।

এছাড়াও তালিকাভুক্ত প্রকল্পসমূহের মধ্যে রয়েছে- রাজশাহী (নর্থ) ১টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ; রাজশাহী নওহাটা ফায়ার স্টেশন নির্মাণ; ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউট, রাজশাহী নির্মাণ; গোদাগাড়ী উপজেলাধীন উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ এবং রাজশাহী বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের নির্মাণ কাজ।

প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন- রাজস্ব খাতের আওতায় সরকারী প্রতিষ্ঠান সমূহে মেরামত ও সংস্কার কাজ শীর্ষক প্রকল্পের আওতায় রাজশাহী সরকারী মহিলা কলেজ এর ৬ তলা ভিত বিশিষ্ট ছাত্রীনিবাস নির্মাণ (২৫০ শয্যা বিশিষ্ট); “বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, রাজশাহী জোন” শীর্ষক প্রকল্পের আওতায় কাশিয়াডাঙ্গা ৩৩/১১ কেভি, ২ ই ১০/১৩.৩৩ এমভিএ, জিআইএস, উপকেন্দ্র নির্মাণ কাজ, কাশিয়াডাঙ্গা, রাজশাহী। মেহেরচন্ডী ৩৩/১১ কেভি, ২ ই ১০/১৩.৩৩ এমভিএ, জিআইএস, উপকেন্দ্র নির্মাণ কাজ, মেহেরচন্ডী, রাজশাহী রাজশাহী মহানগরীর রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক হতে মোহনপুর রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৩২৪.৫০ মিটার ফ্লাইওভার নির্মাণ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী, স্থাপন’ শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজ। রাজশাহী জেলার চারঘাট উপজেলাধীন কৃষ্ণপুর হতে জাহাঙ্গীরাবাদ সড়কে ২৩০ মি. চেইনেজে বড়াল নদীর উপর ৯৬ মিটার পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাধীন বড়গাছি ও রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিস এবং চারঘাট উপজেলাধীন চারঘাট ও নন্দনগাছি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন নির্মাণ। রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলাধীন মাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ এবং বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজের একাডেমিক ভবন নির্মাণ প্রকল্প।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads