• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

২০১৬ সালের ডিসেম্বরে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের সঙ্গে বিয়ে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের প্রভাষক নাদিয়া নন্দিতা ইসলামের

ফাইল ছবি

বাংলাদেশ

তিন মাস আগেই ভেঙেছে ইমরানের সংসার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০১৮

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে নাদিয়া নন্দিতা ইসলামের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।

শিক্ষামন্ত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, মেয়ের সম্মতিক্রমে তিন মাস আগেই তাদের বিচ্ছেদ হয়; বিষয়টি গোপন ছিল। সোমবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান মন্ত্রী।

এ বিষয়ে ইমরান এইচ সরকারের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা এরই মধ্যে বিষয়টি জেনেছেন।’  

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে অনানুষ্ঠানিক আলোচনায় একাধিক মন্ত্রী অভিযোগ করেন, কোটাব্যবস্থা সংস্কারের আন্দোলনের প্রধান ইন্ধনদাতা ইমরান এইচ সরকার। তিনি আবার শিক্ষামন্ত্রীর জামাই। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, উসকানিদাতাদের অবশ্যই শাস্তি দিতে হবে, সে যে-ই হোক না কেন।  ইমরান আর আমার মেয়ের স্বামী নন। তিন মাস আগেই পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়েছে।  

২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের প্রভাষক হিসেবে চাকরি শুরু করেন নাদিয়া নন্দিতা।  পারিবারিকভাবে তিনি তিন্নি নামে পরিচিত।  ইমরান এইচ সরকারের সঙ্গে তার বিয়ে হয় ২০১৬ সালের ডিসেম্বরে।  মন্ত্রীর সরকারি বাসভবনে ওই অনুষ্ঠান হয়।  তিন্নির দ্বিতীয় বিয়ে ছিল এটি।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চ গঠনের পর থেকে মুখপাত্রের দায়িত্ব পালন করছেন ইমরান এইচ সরকার।  সেই আন্দোলনের সূত্র ধরে বাংলাদেশে আলোচিত মুখ হয়ে ওঠেন তিনি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন কুড়িগ্রামের সন্তান ইমরান।  ছাত্র অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads