• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে ঢাবির আপরাজেয় বাংলা ভাস্কর্যের তিন মুক্তিযোদ্ধার চোখ বেঁধে দেওয়া হয় কালো কাপড়ে ।

ছবি: সংগৃহীত

বাংলাদেশ

ঢাবির তিন ভাস্কর্যের চোখে কালো কাপড়

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০১৮

 হঠাৎ কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের তিনটি ভাস্কর্যের চোখ। গতকাল মঙ্গলবার ক্যাম্পাসের কলাভবনের সামনের অপরাজেয় বাংলা, ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য ও মধুর ক্যান্টিনের সামনের মধুসূদন দে স্মৃতি ভাস্কর্যে চোখ বাঁধা দেখা যায়। কিন্তু কারা, কী উদ্দেশ্যে এ কাজ করেছে, তা জানা যায়নি।

শিক্ষক-শিক্ষার্থীদের ধারণা, গভীর রাতে বা ভোরে কেউ এ কাজ করেছে। শিক্ষার্থীরা বলেছেন, তারা ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন, এর প্রতিবাদেও কেউ এটা করতে পারে। কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়ার অর্থ হলো, প্রশাসনের চোখের সামনে শিক্ষার্থীদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন করা হচ্ছে, কিন্তু প্রশাসন তা দেখেও কোনো ব্যবস্থা নেয়নি। এমন দুঃখে হয়তো কেউ কালো কাপড় দিয়ে ভাস্কর্যগুলোর চোখ ঢেকে দিয়েছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি তুহিন কান্তি দাস বলেন, কোনো কিছুর প্রতিবাদ করতে এমন পথ বেছে নেওয়া হয়।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয় হলো মুক্তবুদ্ধিচর্চার কেন্দ্র। হয়তো কেউ মুক্তচিন্তায় বাধাগ্রস্ত হয়ে এ ধরনের প্রতিবাদ জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কয়েকজন নেতা বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে ক্যাম্পাসকে যারা অস্থিতিশীল করেছে, তাদের কেউ এ ধরনের কাজ করে থাকতে পারে। তবে এ ঘটনার সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের কোনো শিক্ষার্থী জড়িত নয় বলে দাবি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের। তিনি বলেন, এ ধরনের কাজ আগেও অনেকবার দেখেছি। কিন্তু এটা কে করেছে, তা আমরা বলতে পারব না। এসব কাজের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads