• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

ফাইল ছবি

বাংলাদেশ

হাসপাতালে ওবায়দুল কাদের

শঙ্কামুক্ত রোজিনা হৃদয়ের উন্নতি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২২ এপ্রিল ২০১৮

রাজধানীর বনানীতে বাসের চাপায় ডান পা হারানো রোজিনার শারীরিক অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত। গত শুক্রবার মধ্যরাতেই পঙ্গু হাসপাতালে তার সফল অস্ত্রোপচারের পর গতকাল শনিবার ভোর থেকে বেডে রয়েছেন। এদিকে গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে হাত হারানো হূদয়ের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। শনিবার দ্বিতীয়বারের মতো তার ড্রেসিং করা হয়। এদিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে দেখতে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা জানান, রোজিনার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। খাবার খাচ্ছেন ও কথা বলছেন। চিকিৎসকরা তাকে আপাতত তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে, আটক বিআরটিসির বাসচালক শফিকুল ইসলাম সুমনকে শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে। বনানী থানার ওসি এবিএম ফরমান আলী বলেন, বিআরটিসির ডাবল ডেকার বাসটি জব্দ ও সুমনকে আসামি করে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গত শুক্রবার রাত ৯টায় বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় যাত্রীবাহী বিআরটিসি বাসের চাপায় পা হারান গৃহকর্মী রোজিনা আক্তার (২২)। তিনি বেসরকারি টেলিভিশন জিটিভির এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় কাজ করতেন। ইশতিয়াক রেজা জানান, শুক্রবার রোজিনা মহাখালীতে তার এক আত্মীয়ের বাসায় গিয়েছিল। সেখান থেকে নিকেতনের বাসায় ফিরছিল।

এদিকে গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় হাত হারানো বাসযাত্রী হূদয়ের অবস্থা দিন দিন ভালো হচ্ছে। শনিবার দুপুরে তাকে দেখতে ঢামেকে যান ওবায়দুল কাদের। এ সময় তিনি আহতের খোঁজখবর নেন ও চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, জার্মানির উন্নত প্রযুক্তির কৃত্রিম হাত লাগালে বেশ কিছু কাজ করতে পারবেন হূদয়। এতে ১০-১২ লাখ টাকার প্রয়োজন হবে। হূদয়ের মা শাহিদা বেগম বলেন, এত টাকা জোগাড়ের সামর্থ্য তাদের নেই। এ কারণে তিনি আর্থিক সাহায্যে এগিয়ে আসতে সরকার ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads