• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

ফাইল ফটো

বাংলাদেশ

দুই ব্যবসায়ীকে তলব

বিচারপতি সিনহার বিষয়ে দুদকের অনুসন্ধান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ এপ্রিল ২০১৮

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) ব্যাংক অ্যাকাউন্টে ৪ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন অনুসন্ধানের অংশ হিসেবে দুই ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান এবং নিরঞ্জন সাহাকে তলব করা হয়েছে। মোহাম্মদ শাহজাহান হচ্ছেন নোয়াখালী সদরের বিএনপির সাবেক এমপি ও নিরঞ্জন সাহা হুন্ডি ব্যবসায়ী। তাদের আগামী ৬ মে সকাল ৯টায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। এ বিষয়ে নোটিশ প্রদানকারী কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তাও মুখ খুলছেন না।

এদিকে নির্ভরযোগ্য সূত্র জানায়, বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাসরত বিচারপতি সিনহার বিরুদ্ধে কোটি কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের একটি অভিযোগ দুদকে জমা পড়ে গত ডিসেম্বরে। কমিশন সেটি যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। বিচারপতি সিনহা সম্পর্কে প্রাপ্ত তথ্য মিলিয়ে দেখতে ওই দুই ব্যবসায়ীকে তলব করা হয়েছে।

সিনহার যেসব তথ্যের পেছনে ছুটছে দুদক

নির্ভরযোগ্য সূত্র জানায়, ২০১৬ সালের ৯ নভেম্বর ফারমার্স ব্যাংক গুলশান শাখা থেকে দুই ব্যক্তির ঋণ অ্যাকাউন্ট থেকে পে-অর্ডারের মাধ্যমে একই তারিখে ২ কোটি করে ৪ কোটি টাকা জমা হয় বিচারপতি সিনহার সোনালী ব্যাংক সুপ্রিমকোর্ট শাখা অ্যাকাউন্টে। এ তথ্যটি ২০১৬/২০১৭ আয়কর রিটার্নে যুক্ত করেননি তিনি।

অভিযোগে উল্লিখিত তথ্যে আরো বলা হয়, সুপ্রিম কোর্ট সোনালী ব্যাংক শাখায় সুরেন্দ্র কুমার সিনহার ব্যক্তিগত বেতন অ্যাকাউন্টে এক লাখ থেকে এক কোটির টাকা ২৬ বার বিভিন্ন সময়ে জমা হয়েছে। এই জমা টাকার মধ্যে পে-অর্ডারের মাধ্যমে জমা ৪ কোটি টাকা অন্তর্ভুক্ত রয়েছে।

নানা ঘটনার জন্ম দিয়ে গত বছর ১১ নভেম্বর বাংলাদেশের প্রধান বিচারপতির পদ থেকে ইস্তফা দেন বিচারপতি এসকে সিনহা। ঢাকা থেকে দেশান্তরী হওয়ার পর সেখান থেকে পদত্যাগপত্র পাঠান তিনি। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি সপরিবারে বসবাস করছেন বলে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads