• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ধুনটে বিদ্যালয়ের অফিসে ৪৬৫ সাপ উদ্ধার করে মেরে ফেলে গ্রামবাসী

সংগৃহীত ছবি

বাংলাদেশ

ধুনটে বিদ্যালয়ের অফিসে ৪৬৫ সাপ

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ মে ২০১৮

 

জেলার ধুনট উপজেলায় একটি বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে ৪৬৫টি সাপ উদ্ধারের পর মেরে ফেলেছে গ্রামবাসী। রোববার গোপালনগর ইউনিয়নের রান্ডিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাপগুলো ধরা হয়। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাছিমা খাতুন জানান, শনিবার স্কুল ছুটি হলে অফিস কক্ষ তালা দিতে গিয়ে একটি সাপ শিক্ষকদের নজরে আসে। তখনই সাপটি মেরে ফেলা হয়। রোববার সকাল ৮টায় বিদ্যালয়ের অফিস কক্ষের দরজা খুলেই ৮-১০টি সাপ দেখা যায়। এতে আতঙ্কের সৃষ্টি হলে স্থানীয়দের সহায়তায় সাপগুলো মারা হয়। এরপর অফিস কক্ষে থাকা বিভিন্ন বক্স, বই, জুতা ও অন্যান্য খোলা আসবাবপত্রের মধ্যে অনেকগুলো সাপ দেখা যায়।

তিনি আরো জানান, এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী স্কুল চত্বরে ভিড় জমায়। শিশুদের নিরাপদ দূরত্বে পাঠিয়ে গ্রামবাসী ও শিক্ষক-শিক্ষিকারা লাঠি নিয়ে সাপগুলো মারতে থাকেন। একপর্যায়ে অফিস কক্ষের মেঝে ভেঙে মাটির নিচ থেকে সাপ বের করা হয়। প্রায় চার ঘণ্টা ধরে বিভিন্ন জাতের ছোট-বড় ৪৬৫টি সাপ উদ্ধার ও মারা হয়েছে।

অফিস কক্ষ ও বিদ্যালয়ের আশপাশে আরো সাপ থাকতে পারে বলে ধারণা করছেন বিদ্যালয়টির কর্মকর্তারা। আজ সোমবার আবারো সাপের সন্ধান করা হবে বলে জানান তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads