• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন জন্ম নেয় ৬০ শিশু : ইউনিসেফ

শরণার্থী ক্যাম্পে ৯ মাসে ১৬ হাজারের বেশি শিশুর জন্ম হয়েছে

ইন্টারনেট

বাংলাদেশ

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন জন্ম নেয় ৬০ শিশু : ইউনিসেফ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ মে ২০১৮

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে গত ৯ মাসে ১৬ হাজারের বেশি শিশুর জন্ম হয়েছে। এ হিসেবে গড়ে প্রতিদিন জন্ম নিয়েছে ৬০ শিশু। বুধবার জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কক্সবাজারে তখন রোহিঙ্গা ঢল শুরুর পর থেকে এ পর্যন্ত ১৬ হাজার শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে স্বাস্থ্যকেন্দ্রে জন্ম হয়েছে মাত্র তিন হাজার শিশুর।

ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার বলেন, ‘প্রতিদিন প্রায় ৬০টি শিশু তাদের বাড়ি থেকে বহু দূরে হতাশাজনক পরিস্থিতিতে প্রথমবারের মতো শ্বাস নিচ্ছে। এসব শিশুর মায়েরা এখানে এসেছে বাস্তুচ্যুত হয়ে, সহিংসতা আর আতঙ্ক পেছনে ফেলে, তাদের অনেকে হয়েছেন ধর্ষণের শিকার’।

তিনি বলেন, ধর্ষণের কারণে কত শিশুর জন্ম হয়েছে বা হবে সেই সংখ্যা খুঁজে বের করা সম্ভব নয়।

নতুন করে মা হয়েছেন বা হতে যাচ্ছেন- এমন প্রতিটি নারী এবং তাদের নবজাতক শিশুরা যেন প্রয়োজনীয় সব রকম সহায়তা পায়, তা নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads