• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বাসায় ফিরলেন মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন

সংরক্ষিত ছবি

বাংলাদেশ

বাসায় ফিরলেন মেনন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৮

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে মিন্টো রোডের সরকারি বাসায় ফেরেন তিনি। প্রাতঃভ্রমণের সময় পিছলে পড়ে বাঁ পায়ের হিপ জয়েন্টের (কোমরের দিকে পায়ের হাড়ের সংযোগ) হাড় ভেঙে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সমাজকল্যাণমন্ত্রী। হাসপাতালে থেকে অব্যাহতির সময় মেনন বলেন, প্রায় ১৮ দিন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরে মহান সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। অসুস্থতার সময় খোঁজখবর নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান রাশেদ খান মেনন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, হাসপাতালের বেডে বসেই এ কয়দিনে মন্ত্রণালয়ের বেশকিছু কাজ করেছি। আশা করছি বাড়িতে বিশ্রামের সময়েও গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করতে পারব।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে সমাজকল্যাণমন্ত্রী প্রতিদিন হুইল ওয়াকার চেয়ারে ভর দিয়ে সকাল ও সন্ধ্যায় ৮ মিনিট করে হাঁটছেন। বাসায় ফেরার পর তাকে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

উল্লেখ্য, গত ৫ জুলাই মিন্টু রোডে মন্ত্রীর বাসভবনের সামনের রাস্তায় প্রাতঃভ্রমণের সময় পিছলে পড়ে বাঁ পায়ের হাড় ভেঙে যায়। পরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১০ জুলাই মন্ত্রীর পায়ে অস্ত্রোপচার হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads