• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

বাংলাদেশ

কৃষিঋণ মওকুফের দাবি সমাজতান্ত্রিক মজদুর পার্টির

সারা দেশে আসামি ১ লাখ ৬৮ হাজার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ জুলাই ২০১৮

সারা দেশে সার্টিফিকেট মামলার জালে দিশাহার লাখো কৃষক পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছে সমাজতান্ত্রিক মজদুর পার্টি। জাতীয় প্রেস ক্লাবের সামনে  শনিবার এক কৃষক জমায়েতে ১ লাখ ৬৮ হাজার ১৭৫ কৃষকের নামে করা সার্টিফিকেট মামলা প্রত্যাহার ও ঋণ মওকুফের দাবি জানানো হয়। অন্যথায় কৃষকদের নিয়ে সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তোলা হবে। এই কৃষক জমায়েতের আয়োজন করে সমাজতান্ত্রিক মজদুর পার্টি।

ঋণ মওকুফের যৌক্তিকতা তুলে ধরে বক্তারা বলেন, যে কৃষক সারা দেশে সব জনগণের জন্য অন্ন জোগায় সে কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দেওয়া হয়। ১৯৯১ সালে মামলাগুলো করা হয়। প্রতিবছর সারা দেশে আগাম বৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস, পাহাড়ি ঢলে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে সরকারি বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে যথাসময়ে পরিশোধ করতে পারেনি।

বক্তারা বলেন, সরকারের যোগসাজশে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে লুটপাটকারীরা। অথচ তাদের কাছ থেকে টাকা আদায়ের লক্ষণ দেখা যাচ্ছে না, আর গরিব কৃৃষক- যারা মাথার ঘাম পায়ে ফেলে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সারা দেশের জনগণের খাদ্য উৎপাদন করে থাকে সেই কৃষকের নামে সার্টিফিকেট মামলা দিয়ে কোমরে রশি বেঁধে হাজতখানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে সরকার।

পার্টির সভাপতি ডা. সামসুল আলমের সভাপতিত্বে জমায়েতে বক্তব্য দেন— দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের সভাপতি হারুন অর রশিদ খান, সমাজতান্ত্রিক মজদুর পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতির সভাপতি সিরাজুল ইসলাম (সিরাজ মাস্টার), জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি আবদুল জলিল, জাসদ নেতা হুমায়ুন কবির প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads