• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
খুলনা নগরী আধুনিকায়নে কেসিসির দুই মেগা প্রকল্প

খুলনা নগরী

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ

একনেক সভায় অনুমোদন

খুলনা নগরী আধুনিকায়নে কেসিসির দুই মেগা প্রকল্প

  • এ কে হিরু, খুলনা
  • প্রকাশিত ২০ অক্টোবর ২০১৮

খুলনা মহানগরীকে পরিকল্পিত ও আধুনিক নগরীতে পরিণত করতে দুটি মেগা প্রকল্প গ্রহণ করেছে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি)। প্রকল্প দুটি হচ্ছে ‘খুলনা সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন’ এবং ‘খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন’। খুলনা মহানগরীর উন্নয়নে এত বড় প্রকল্প এর আগে কখনো গ্রহণ করা হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যে প্রকল্প দুটি একনেক সভায় অনুমোদন লাভ করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে এক হাজার ৪৩১ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার টাকা।

সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্পের আওতায় নগরীর ৩১টি ওয়ার্ডে ৫১৩টি এবং কেন্দ্রীয়ভাবে ৬০টিসহ মোট ৫৭৩টি সড়ক সংস্কার করা হবে। ৭৮ কিলোমিটার সড়ক কার্পেটিং, ১৬৩ দশমিক ৭৭ কিলোমিটার সড়ক আরসিসি ঢালাই এবং ৩৩ দশমিক ৬৮ কিলোমিটার সড়কে সিসি ঢালাইয়ের পরিকল্পনা রয়েছে। কার্পেটিং সড়কগুলোতে ২৩৮ কোটি, আরসিসি ঢালাই সড়কগুলোতে ৩০৩ কোটি এবং সিসি ঢালাই সড়কগুলোতে ৩৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। রাস্তা সংস্কার ছাড়াও ভাস্কর্য, ঝর্ণা, চারা গাছরোপণ ইত্যাদির মধ্য দিয়ে শহরের সৌন্দর্যবর্ধনে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি টাকা। এ প্রকল্পে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ের উন্নয়ন করা হবে। প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৬০৭ কেটি ৫৬ লাখ টাকা।

কেসিসির প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. নাজমুল ইসলাম জানান, ৮২৩ কোটি ৭৯ লাখ টাকার খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় ময়ূর নদসহ গুরুত্বপূর্ণ ৯টি খাল খনন করে পাড় বাঁধাই করা হবে। নগরীর পানি নিষ্কাশনের জন্য ৮টি স্লুুইচগেট পুনর্নির্মাণ করা হবে। এ ছাড়া নগরীর গুরুত্বপূর্ণ ৯টি প্রধান সড়কের দুই পাশে ৬২ কিলোমিটার বড় ড্রেন এবং ১২৮ কিলোমিটার এলাকায় ছোট ড্রেন নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় ময়ূর নদের ওপর ৩টি ঝুলন্ত সেতু নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।

প্রকল্প দুটি মন্ত্রণালয়ে জমা দেওয়ার প্রায় তিন মাসের মধ্যে একনেক সভায় অনুমোদন পেয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেকের সরাসরি হস্তক্ষেপে অল্প সময়ের মধ্যে প্রকল্প দুটি অনুমোদন পাওয়া সম্ভব হয়েছে বলে কেসিসির প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার বাংলাদেশের খবরকে জানান।

মেগা প্রকল্প সম্পর্কে সিটি মেয়র খালেক বলেন, খুলনাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সবকিছু করা হবে। তিনি জানান, এই দুই বড় প্রকল্প ছাড়াও ৩৭০ কোটি টাকার আরো ৬টি প্রকল্প প্রণয়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে জোনাল অফিস, ওয়ার্ড অফিস ও কমিউনিটি সেন্টার নির্মাণে ৬৫ কোটি টাকা, পাবলিক হল কমপ্লেক্স নির্মাণে ১০০ কোটি, কবরস্থান, সিমেট্রি, শ্মশানঘাট নির্মাণে ২০ কোটি, ওয়ার্ডভিত্তিক কাঁচাবাজার নির্মাণে ৪০ কোটি, কেসিসি সুপারমার্কেট, সন্ধ্যা বাজার নির্মাণে ৮০ কোটি এবং কসাইখানা নির্মাণে ৬৫ কোটি টাকা ব্যয় ধরা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads