• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
ফের পুনর্নির্বাচনের দাবি ভিপি নুরের

ফের পুনর্নির্বাচনের দাবি ভিপি নুরের

ছবি : সংগৃহীত

বাংলাদেশ

ফের পুনর্নির্বাচনের দাবি ভিপি নুরের

  • ঢাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ মার্চ ২০১৯

আবারো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। গতকাল রোববার বিকালে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

নুর বলেন, শুরু থেকেই আমার অবস্থান স্পষ্ট ছিল। ২৮ বছর পর যে নির্বাচন হয়েছে তা বিতর্কিত, ঢাবির ইতিহাস ঐতিহ্যে কালিমা লেপন করেছে। ভিপি প্রার্থী হয়ে আমি নিজেও হামলার শিকার হয়েছি। শিক্ষকরাই অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন।

তিনি বলেন, ভিপির দায়িত্ব নেইনি। একসঙ্গে যারা আন্দোলন করছি তাদের সঙ্গে কথা বলেই দায়িত্ব নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব যে, দায়িত্ব নেব কি না।

ভিপি নুর বলেন, গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গিয়েছিলাম। আমি প্রধানমন্ত্রীর কাছে নির্বাচনের অনিয়ম নিয়ে বলেছি। এছাড়া আবাসন সমস্যাসহ ঢাবির সব সমস্যা নিয়েও আলোচনা হয়েছে।

এক প্রশ্নের জবাবে নুর বলেন, আমরা প্রথম শুনেছিলাম গণভবনে শুধু ডাকসু এবং হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা যাবেন। কিন্তু সেখানে গিয়ে দেখি ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত। তাদের দেখে আমার নিজেরই অস্বস্তিবোধ হয়েছে। আপনারা জানেন, স্বাভাবিকভাবে যদি মানুষের একবার ‘কনসেনট্রেশন’ নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের আর কথা বলার মুড থাকে না। তাই আমি সেখানে (গণভবনে) অনেক কথা বলতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমরা সেখানে গিয়েছি। কারণ, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ব্যক্তি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনা করার সেই এখতিয়ার রয়েছে। তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পুনর্নির্বাচন দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, পুনর্নির্বাচনের বিষয়ে ৫টি প্যানেল একসঙ্গেই আন্দোলন চালিয়ে যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাকসু নির্বাচনটা ঢাবির বিষয়, সরকারের নয়। নির্বাচিত হিসেবে আমাদের ডাকা হয়েছিল। শ্রদ্ধাবোধ থেকে গিয়েছি যেহেতু তিনি সরকারপ্রধান। সাংবাদিক ভাইয়েরা আমাকে ভুলভাবে উপস্থাপন করবেন না। ঢাবির শিক্ষার্থীরা পুনর্নির্বাচন চান, আমি তাদের দাবির সঙ্গে একমত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads