• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ইতিহাস বিভাগ অনুমোদনের দাবীতে আন্দোলনে বশেমুরবিপ্রবি-র শিক্ষার্থীরা

আন্দলনরাত গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।

প্রতিনিধির পাঠানো ছবি

বাংলাদেশ

ইতিহাস বিভাগ অনুমোদনের দাবীতে আন্দোলনে বশেমুরবিপ্রবি-র শিক্ষার্থীরা

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১১ মার্চ ২০২০

ইতিহাস বিভাগ অনুমোদনের দাবীতে ৭ম দিনের মত বিক্ষোভ কর্মসূচী চালিয়ে যাচ্ছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।

আজ বুধবার অন্যান্য দিনের মত প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচী চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এর আগেও ইতিহাস বিভাগ অনুমোদন বহালের দাবীতে আন্দোলন করেছিল ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। তবে ইউজিসি তদন্ত কমিটি গঠন করলে আন্দোলন স্থগিত করা হয়েছিল। কিন্তু, এতদিনেও কোন ফল না আসায় শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে।

প্রসঙ্গতঃ গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়টিতে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ প্রদান করা হয়। ওই দিন রাতেই এ খবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে অনির্দিষ্টকালের আন্দোলন শুরু করেছিল। বর্তমানে বিভাগটিতে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads