• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
চকরিয়ায় বনবিভাগের অভিযান ৫ অবৈধ বসতি উচ্ছেদ

ফাইল ছবি

বাংলাদেশ

চকরিয়ায় বনবিভাগের অভিযান ৫ অবৈধ বসতি উচ্ছেদ

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০২০

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন ডুলাহাজারা বিটের সংরক্ষিত বনভূমি দখল করে রাতের আধারে ঘর তৈরি করছে একদল ভূমিদস্যু। গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বনকর্মকর্তা মো. তহিদুল ইসলামের নিদেশে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে ডুলাহাজরা বিটের দায়িত্বরত বিট কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ,বনপ্রহরী ও বনজাগিরদের সমন্বয়ে রাতে এক অভিযান পরিচালনা করে। এসময় অবৈধভাবে গড়ে উঠা ৫টি বসতি গুঁড়িয়ে দেয়া হয়। এতে ওই দখল বাজদের হাত থেকে প্রায় এক একর বনভূমি জবর দখল থেকে মুক্ত হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত এক টানা অভিযান পরিচালিত হয়।

ডুলাহারা বিট কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ জানায়, ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন ডুলাহাজারা বিটের পূর্ব ডুমখালী এলাকায় ২০০৫-০৬ সালের সংরক্ষিত বাগান উজাড় করে একদল ভূমিদস্যু রাঁজনৈতিক পরিচয় ব্যবহার করে রাতের আধারে বাঁশ,গাছ ও পলিথিন দিয়ে ৫টি ঘর তৈরী করছিল। খবর পেয়ে কক্সবাজার বিভাগীয় কমকর্তার নির্দেশে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এতে রাতের আধারে অবৈধ ভাবে গড়ে তোলা ৫টি ঘর গুড়িয়ে দেয়া ও মালামাল গুলো জব্দ করা হয়েছে। ফলে ওই ভূমি দস্যুদের হাত থেকে প্রায় এক একর বনভূমি অবমুক্ত করা হয়েছে। তিনি আরো জানান, বনভূমি জবর দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

রেঞ্জ কর্মকর্তা মাজাহারুল ইসলাম জানায়, বনভূমি জবর দখল করে রাতে রাতে ৫টি বাড়ি তৈরি করার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৫টি বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads