• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
লড়াই আজ ঢাকা-সিলেটের

লে‍াগো বিপিএল

বিপিএল

সন্ধ্যায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স

লড়াই আজ ঢাকা-সিলেটের

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৮ জানুয়ারি ২০১৯

টানা দুই দিনে ম্যাচ হয়েছে চারটি। গতকাল ছিল বিরতি। সিলেটে আজ আবার মাঠে গড়াচ্ছে বিপিএলের উত্তেজনা। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্স। সন্ধ্যা ৭টায় পরস্পরের মোকাবেলা করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স।

বিরতির দিনে কয়েকটি নতুন খবরে সরগরম বিপিএল পাড়া। ইনজুরির কারণে আগামী ২১ জানুয়ারি দেশে ফিরে যাচ্ছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শেষ ম্যাচেই যিনি রংপুরের বিরুদ্ধে খেলেছিলেন দারুণ অপরাজিত এক ইনিংস। ওয়ার্নারের অভাব পূরণ করতে ইংলিশ ক্রিকেটার জেসন রয়কে উড়িয়ে আনছে সিলেট কর্তৃপক্ষ। অন্যদিকে টানা হারের বৃত্তে ঘুরপাক খাওয়া রংপুর রাইডার্সের জন্যও সুখবর ছিল এ দিন। গতকাল রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার হার্ড হিটার ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স।

আজ দিনের প্রথম ম্যাচে ঢাকার প্রতিপক্ষ সিলেট সিক্সার্স। টানা চার ম্যাচ জেতার পর পঞ্চম ম্যাচে এসে থমকে দাঁড়ায় সাকিবের ঢাকা ডায়নামাইটস। হেরে যায় রাজশাহী কিংসের কাছে। আজ সাকিবদের মিশন জয়ের ধারায় ফিরে আসা। সিলেট সিক্সার্স দারুণ শেষ ম্যাচে হারিয়েছে রংপুর রাইডার্সকে। যে ম্যাচে ১৮৭ রান করেছিল সিলেট। টর্নেডো ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন লিটন দাস। ঝড় উঠেছিল অধিনায়ক ওয়ার্নারের ব্যাটেও। আজ ওয়ার্নার আছেন। সিলেটের জন্য যা স্বস্তির। গতকাল রাতে জেসন রয় চলে এলে আজই তাকে মাঠে দেখা যেতেও পারে। শেষ ম্যাচে হারলেও পয়েন্ট তালিকায় সবার ওপরে রয়েছে ঢাকা ডায়নামাইটস। ৫ ম্যাচে ৮ পয়েন্ট দলটির (চার জয়, এক হার)। সেখানে সিলেট সিক্সার্স রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে। ৫ ম্যাচে চার পয়েন্ট। দুটি জয় তিন হার।

দিনের অপর ম্যাচে আজ মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স। জয়-পরাজয়ে দুই দলে পার্থক্য বেশ। কারণ পাঁচ ম্যাচে তিন জয় ও দুই হারে ৬ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেখানে খুলনা টাইটান্স রয়েছে সবার নিচে। ৫ ম্যাচে দলটির অর্জন মাত্র একটিতে জয়। পয়েন্ট মাত্র ২। টানা চার হারের পর পঞ্চম ম্যাচে এসেই খুলনা জিতেছে রাজশাহী কিংসের বিরুদ্ধে। সেই জয়ের প্রেরণাই কাজে লাগাতে বদ্ধপরিকর মাহমুদউল্লাহ শিবির।

খুলনা টাইটান্স থেকে একটা কথাই বারবার বলা হয়েছিল একটি জয় চায় তারা। সেই জয়টি ধরা দিয়েছে সিলেট পর্বে এসে রাজশাহী কিংসের বিপক্ষে। ফিরে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেও জয়ের প্রত্যাশা দলটির অলরাউন্ডার আরিফুল হকের।

গতকাল পুরো দল নিয়ে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলন করে কোচ মাহেলা জয়াবর্ধনে। অনুশীলন শেষে খুলনার অলরাউন্ডার আরিফুল হক জানান, ‘কুমিল্লার বিপক্ষে জয়ের ধারা সচল রাখতে তারা আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘শেষ ম্যাচটি জিতে আমরা আত্মবিশ্বাসী। আমাদের উইনিং কম্বিনেশন দরকার ছিল, আমরা তা পেয়েছি। এই মুহূর্তে মানসিকভাবে আমরা ভালো অবস্থানে আছি। আশা করি ভালো মুহূর্তটা সামনের ম্যাচেও নিয়ে যেতে পারব।’

গত সোমবার দলের সঙ্গে দিয়েছেন লঙ্কান গতিদানব লাসিথ মালিঙ্গা। ভ্রমণ ক্লান্তির কারণে মঙ্গলবার রাজশাহীর বিপক্ষে খেলানো হয়নি তাকে। তবে আজ কুমিল্লার বিপক্ষে মালিঙ্গার একাদশে থাকার সম্ভাবনাই বেশি। তার অন্তর্ভুক্তিতে দলে ভারসাম্য ফিরবে বলে মনে করেন আরিফুল, ‘মালিঙ্গা শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক। তার অভিজ্ঞতাও অনেক। তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ ৪ ওভার পাব, যা আমাদের দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি ম্যাচ জয়ে তিনি অবদান রাখতে পারবেন।’

খুলনার ব্যাটিংয়ে লোয়ার মিডল অর্ডারে থাকা আরিফুল ও কার্লোস ব্রাফেটের দায়িত্ব ম্যাচ শেষ করে আসা। যদিও কাজটা ঠিকমতো করতে পারছেন না তারা। অবশ্য শেষ ম্যাচে আরিফুলের দায়িত্বশীল ২৬ রানেই স্কোর বোর্ডে ১২৮ রান তুলতে পারে খুলনা। এই স্কোর নিয়ে জয় পেলেও খুলনার ব্যাটিং খুব ভোগাচ্ছে। আর এর দায়টা নিজের কাঁধেই নিলেন আরিফুল, ‘আমাদের টপ অর্ডারে রান হচ্ছে, কিন্তু ফিনিশিংটা ভালো হচ্ছে না। ব্রাফেট অন্যতম সেরা হিটার, সেও পারছে না। আমি এবং ব্রাফেট নিচের দিকে একটু রান করতে পারলে স্কোরটা ভালো হবে। আশা করি সামনের ম্যাচে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads