• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
ফের মাশরাফি-সাকিব মুখোমুখি

এত ঘনিষ্ঠতার পরও আজ তারা মাঠে পরস্পরের শত্রু

ছবি : ফাইল ফটো

বিপিএল

ফের মাশরাফি-সাকিব মুখোমুখি

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৮ জানুয়ারি ২০১৯

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব চলছে। চারটি ম্যাচ হয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি রয়েছে আরো ছয়টি ম্যাচ। তারপর বিপিএল পুনরায় চলে আসবে ঢাকায়। ঢাকায় লিগ পর্বেও শেষ চারটি ম্যাচশেষে এলিমিনেটর, প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। একদিন বিরতির পর আজ সোমবার ফের শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব।

আজ দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও খুলনা টাইটানস। আর সন্ধ্যা সাড়ে ৬টায় লড়বে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স ও সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। আজো জাতীয় দল তথা বাংলাদেশের ক্রিকেট জগতের অন্যতম প্রধান দুই তারকা সাকিব ও মাশরাফির অন্যরকম অকর্ষণীয় এক লড়াই হবে।

একমাত্র ভারত ছাড়া বিশ্বের সব দেশেরই ক্রিকেট তারকা এবং বাংলাদেশের অভিজ্ঞ ও তরুণ তারকাদের অংশগ্রহণে বিপিএল চলছে খুবই আকর্ষণীয়ভাবে। ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, রুশো, ডেলপোর্ট, ফ্রাইলিঙ্ক, শাহজাদ, সিকান্দার রাজা, শহীদ আফ্রিদি, পোলার্ড, মালান, স্টারলিং, ওয়াইজ, ইভান্স, ডেসকাটে, হেলস, পুরানদের পাশাপাশি বাংলাদেশের মাশরাফি, সাকিব, তামিম, মোস্তাফিজ, মুশফিক, মাহমুদউল্লাহ, মিরাজ, তাসকিনরা দর্শক মাতাচ্ছেন।

ক্রমেই জমে উঠছে বিপিএল। শেষ মুহূর্তে এসে শেষ চারে ওঠার লড়াই দারুণভাবে আকর্ষণীয় হয়ে পড়েছে। এক খুলনা টাইটানস ছাড়া বাকি সব দলেরই কমবেশি শেষ চারে ওঠার সম্ভাবনা রয়ে গেছে। তাই বলা যাচ্ছে না শেষ পর্যন্ত বিপিএল জিতবে কারা।    

ব্যাটে-বলে দারুণভাবে জমে উঠেছে এবারের বিপিএল। হোম গ্রাউন্ডে এসে ছন্দপতন চিটাগং ভাইকিংসের। হারল টানা দুই ম্যাচে। ভাইকিংসদের সাত রানে হারিয়ে সেরা চারের লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করল রাজশাহী কিংস। চট্টগ্রামের উইকেটে রান উঠছে প্রচুর। আগে ব্যাট করা দলই যার সুফল পেয়েছে বেশি।

বিপিএলে কোন চার দল খেলবে কোয়ালিফায়ার আর এলিমিনেটর ধাপে? প্রতি দলেরই অন্তত আট ম্যাচ পর ছবিটা এখনো ঠিক পরিষ্কার নয়। একমাত্র খুলনা টাইটানসের সামনেই শেষ চারে ওঠার কোনো সুযোগ নেই। বাকি সবারই কমবেশি আছে সে সুযোগ।

সবচেয়ে কম ম্যাচ খেলে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে চট্টগ্রাম পর্বে খেলতে গিয়েছিল সেখানকার ঘরের দল চিটাগং ভাইকিংস। কিন্তু নিজ মাঠে প্রথম দুই ম্যাচই হেরেছে তারা। তবু ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই মুশফিকুর রহিমের দল। হাতে থাকা বাকি তিন ম্যাচের যেকোনো একটি জিতলেই নিশ্চিত হবে শেষ চার। আর তিনটিই হেরে গেলে বিস্ময়করভাবে একদম টপ থেকে ছিটকে বাদ পড়ার শঙ্কাও আছে তাদের।

আট ম্যাচে পাঁচ জয়ে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস আছে দুইয়ে। নেট রানরেটেও বেশ পরিপুষ্ট দলটি। নয় ম্যাচে পাঁচটি জিতে তিনে থাকা গতবারের চ্যাম্পিয়ন মাশরাফি মর্তুজার রংপুর রাইডার্সের রানরেটও বেশ ভালো।

ঢাকার মতো আট ম্যাচ খেলেছে তামিম ইকবালদের কুমিল্লা ভিক্টোরিয়ানস। তারাও পাঁচটি জিতেছে, কিন্তু নেট রানরেটের অবস্থা বেশ খারাপ তাদের (-০.০৩৭)। হাতে বেশি ম্যাচ থাকায় এই চার দলের সম্ভাবনাই বেশি।

তবে এরপরের দুই দল রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স বাঁচিয়ে রেখেছে আশা। ১০ ম্যাচের পাঁচটি জিতে রাজশাহীর পয়েন্টও ১০। কিন্তু নেট রানরেট তাদের করছে নিরুৎসাহিত (-০.৬২৭)। সেদিক থেকে আশায় সিলেট। ১০ ম্যাচে চার জয়ে ইতিবাচক নেট রানরেট (০.০২৭) নিয়ে ৮ পয়েন্ট তাদের। তবে পরের রাউন্ডে যেতে হলে সিলেটকে বাকি দুই ম্যাচ জিততেই হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads