• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯

ছবি : সংগৃহীত

পুঁজিবাজার

এশিয়ার পুঁজিবাজারে চাঙাভাব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০১৮

করপোরেট আয়বৃদ্ধি, বাণিজ্যিক প্রতিবন্ধকতা নিয়ে উদ্বেগ সত্ত্বেও মঙ্গলবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় ওয়ালস্ট্রিটে। যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের পদাঙ্ক বুধবার অনুসরণ করে এশিয়ার পুঁজিবাজার। তবে এ বাজারে জাপানের পুঁজিবাজারে সূচক বাড়তির দিকে থাকলেও কমেছে চীনে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বেইজিং তারল্য সঙ্কট কাটাতে নানা পদক্ষেপ নিলেও অস্থিতিশীল চীনের পুঁজিবাজার। অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বাণিজ্যের পথ সুগম হওয়ার প্রত্যাশা করছেন জাপানি বিনিয়োগকারীরা। তাদের সক্রিয়তায় জাপানের নিক্কইয়ের সূচক এদিন বেড়েছে ১ দশমিক ২ শতাংশ। ইউরোপের পুঁজিবাজারেও মঙ্গলবার দেখা গেছে চাঙাভাব। ব্রিটেনের এফটিএসই, ফ্রান্সের ক্যাক ও জার্মানির ড্যাক্সের সূচক বেড়েছে দশমিক ৩ শতাংশ। বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এসঅ্যান্ডপি ৫০০ তালিকাভুক্ত ৪৮ প্রতিষ্ঠানের আয় ২০১৭ সালের একই সময়ের চেয়ে ২৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন টোকিওর রাকুতেন সিকিউরিটিজের চিফ গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট মুতসুমি কাগাওয়া।

মঙ্গলবার ডাও জোন্স, এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাকের সূচক বেড়েছে যথাক্রমে দশমিক ৮৮, ১ দশমিক শূন্য ৬ ও ১ দশমিক ৭৮ শতাংশ। কাগাওয়া বলেন, ওয়ালস্ট্রিটের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা ভূমিকা রাখছে এশিয়ার পুঁজিবাজারে। এদিকে মঙ্গলবার বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। পূর্বাভাসে আইএমএফ চলতি বছর ও ২০১৯ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির হার অপরিবর্তিতই রেখেছে। তবে আর্থিক অস্থিতিশীলতা, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং চীন ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি কর আরোপের পদক্ষেপে প্রবৃদ্ধির গতি মন্থর হয়ে যেতে পারে বলেও জানিয়েছে আইএমএফ। সোনা আউন্সপ্রতি ১ হাজার ৩৪৪ ডলার ১১ সেন্টের মধ্যে ওঠানামা করলেও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। লন্ডনের আইসিই ফিউচার্সে প্রতি ব্যারেল ব্রেন্টের দাম এদিন ৩২ সেন্ট বেড়ে ঠেকে ৭১ ডলার ৯০ সেন্টে। এ ছাড়া নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জ্বালানি তেলের দাম ৩৩ সেন্ট বেড়ে পৌঁছে ৬৬ ডলার ৮৫ সেন্টে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads