• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
পুঁজিবাজারে ঈদের ছুটি শুরু ১৩ জুন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়

ছবি সংরক্ষিত

পুঁজিবাজার

পুঁজিবাজারে ঈদের ছুটি শুরু ১৩ জুন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ জুন ২০১৮

পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি বুধবার ১৩ জুন। এর পরের দিন বৃহস্পতিবার পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ। অর্থাৎ আগামী ১৩ জুন থেকে পুঁজিবাজারে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। এ হিসাবে ঈদের আগে দুই স্টক এক্সচেঞ্জে শেষ লেনদেন হবে ১২ জুন।

আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ওয়েবসাইটে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

এ বছর রমজান মাস ২৯ দিন হলে ঈদ হবে ১৬ জুন শনিবার।  ১৫ জুন শুক্রবার ও ১৭ জুন রোববার। সেক্ষেত্রে সরকারি অফিস খুলবে ১৮ জুন সোমবার।

আর রমজান মাস ৩০ দিন হলে ঈদ হবে ১৭ জুন। সেক্ষেত্রে ১৮ জুন সরকারি ছুটি হবে।  ১৯ জুন মঙ্গলবার সরকারি অফিস খুলবে। সরকারি ছুটির সঙ্গে পুঁজিবাজারও বন্ধ থাকবে। আর সরকারি অফিস যেদিন খুলবে, পুঁজিবাজারে সেদিন লেনদেন শুরু হবে। এ হিসাবে এ বছরে ঈদুল ফিতরে পুঁজিবাজারের ছুটি-সাপ্তাহিক বন্ধ মিলিয়ে পাঁচ বা ছয় দিন হতে পারে।

সরকারি নিয়ম অনুযায়ী ঈদের আগে ও পরের দিন মিলিয়ে তিনদিন ছুটি দেওয়া হয়।

ছুটির পরে রমজানের আগের সময়সূচি অনুযায়ী অফিস ও লেনদেন চলবে। সাধারণ নিয়ম অনুযায়ী, সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন চলে স্টক এক্সচেঞ্জে। আর রোজার সময় লেনদেন হয় সকাল ১০টা থেকে বেলা ২ট পর্যন্ত ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads