• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড ৩০ জুন, ২০১৮ সমাপ্ত বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে

ছবি সংগৃহীত

পুঁজিবাজার

শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ জুলাই ২০১৮

শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড ৩০ জুন, ২০১৮ সমাপ্ত বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ট্রাস্টি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয় গত ৩০ জুন।

শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাপ্ত বছরে বাজার মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিট প্রতি নেট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০ টাকা ৭১ পয়সা ও ইউনিট প্রতি আয় (ইপিইউ) ৫৮ পয়সা। এ ব্যাপারে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান বলেন, পুঁজিবাজারে আকর্ষণীয় মুনাফা করার জন্য প্রয়োজন সম্পদ ব্যবস্থাপনার ওপর পর্যাপ্ত দক্ষতা ও শৃঙ্খলা। ভালো মুনাফা এবং ঝুঁকি ব্যবস্থাপনার জন্য আমরা সবসময় পুঙ্খানুপুঙ্খ গবেষণার ওপর ভিত্তি করে বিনিয়োগ করি।

তিনি বলেন, উন্নত দেশে সাধারণ বিনিয়োগকারীরা বেশিরভাগ সময় ওপেন অ্যান্ড (বেমেয়াদি) মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করেন। এমনকি আমাদের প্রতিবেশী দেশ ভারতেও মিউচুয়াল ফান্ড এখনো জনপ্রিয়। কিন্তু আমাদের দেশে এখনো এটি জনপ্রিয় হয়ে ওঠেনি।

এ সময় সম্পদ ব্যবস্থাপনার ওপর যথেষ্ট দক্ষতাসম্পন্ন পরিচালিত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীদের পরামর্শ দেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads