• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মুন্নু জুট স্টাফলার্সের লেনদেন স্থগিতাদেশ প্রত্যাহার

মুন্নু জুট স্টাফলার্সের লোগো

সংগৃহীত ছবি

পুঁজিবাজার

মুন্নু জুট স্টাফলার্সের লেনদেন স্থগিতাদেশ প্রত্যাহার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ অক্টোবর ২০১৮

পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু জুট স্টাফলার্সের লেনদেন স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থে কোম্পানিটির লেনদেন স্থগিতাদেশ প্রত্যাহার করে স্পট মার্কেটে পাঠানো হয়েছে। এ-সংক্রান্ত একটি আদেশ ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে পাঠিয়েছে কমিশন।

এর আগে গত ১৬ আগস্ট শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে তিন কোম্পানির লেনদেনে ৩০ দিনের স্থগিতাদেশ দেয় কমিশন। কোম্পানিগুলো হলো মুন্নু জুট স্টাফলার্স, বিডি অটোকারস এবং লিগ্যাসি ফুটওয়্যার। পরবর্তী সময়ে মুন্নু জুট স্টাফলার্সের লেনদেন স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়, যা গতকাল প্রত্যাহার করা হয়। এর আগে চলতি মাসের শুরুতে অপর দুই কোম্পানির স্থগিতাদেশ প্রত্যাহার করে কমিশন। লেনদেনের স্থগিতাদেশ প্রত্যাহার করলেও কোম্পানির শেয়ার লেনদেনে কোনো ধরনের আর্থিক সুবিধা প্রদান করা হবে না। লেনদেনে স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশ আজ কার্যকর হবে বলে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads