• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
শাহজালাল ইসলামী ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

শাহজালাল ইসলামী ব্যাংকের লোগো

সংগৃহীত ছবি

পুঁজিবাজার

শাহজালাল ইসলামী ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ নভেম্বর ২০১৮

ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার বিএসইসির সভা কক্ষে অনুষ্ঠিত কমিশনেন ৬৬৩ তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।

বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, ফুললি রিডাম্বেল, ফ্লোটিং রেট, আনসিকিউরড, আনলিস্টেড ও সাব-অর্ডিনেটেড বন্ড।

বন্ডটির মেয়াদ ৭ বছর। যা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদশালী ব্যাক্তিদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

ব্যাংকটি বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে টায়ার টু ক্যাপিটাল বেজ এর শর্ত পূরণ করবে। বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ডের ট্রাস্টি এবং ম্যান্ডাটেড লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে গ্রিন ডেল্টা ইস্যুরেন্স কোম্পানি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads