• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
যানজট  কুমিল্লা ছাড়িয়ে কাঁচপুরে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি

বাংলাদেশের খবর

যোগাযোগ

যানজট কুমিল্লা ছাড়িয়ে কাঁচপুরে

  • কুমিল্লা ও নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মে ২০১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে ফেনীর ফতেহপুরে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের একাংশ খুলে দেওয়া হলেও সার্বিক পরিস্থিতির এখনো পরিবর্তন হয়নি। ফেনীতে কমলেও কুমিল্লা ও নারায়ণগঞ্জ অংশে এসে দীর্ঘ যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের। ফলে এখনো দুর্ভোগ পোহাচ্ছেন ঢাকা-চট্টগ্রাম রুটের যাত্রীরা।

কুমিল্লা প্রতিনিধি জানান, মহাসড়কের কুমিল্লা অংশে দাউদকান্দি টোলপ্লাজা থেকে পুটিয়া পর্যন্ত গতকাল বুধবার বিকালেও ২০ কিলোমিটার দীর্ঘ যানজট লক্ষ করা যায়। কুমিল্লা থেকে ঢাকা পৌঁছাতে দুই ঘণ্টার জায়গায় ৮-৯ ঘণ্টা সময় লাগছে। ওভারপাসের একটি লেন খুলে দেওয়ার ফলে ফেনীতে আটকে থাকা ঢাকাগামী গাড়িগুলো একসঙ্গে দাউদকান্দি এলাকায় এসে পৌঁছানোয় গত দুদিন ধরে যানজট তীব্র আকার ধারণ করে। নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে লাকসাম দিয়ে আসা ঢাকাগামী গাড়িগুলোও এখানে এসে জড়ো হচ্ছে। দাউদকান্দি ব্রিজটি দুই লেনের হওয়ায় এবং অতিরিক্ত ওজনের পণ্যবাহী গাড়ি থেকে জরিমানা হিসেবে বাড়তি টোল আদায়ের কারণে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে।

ঢাকাগামী বাসযাত্রী শাহাজাদা এমরান জানান, তিনি ভোর ৫টায় কুমিল্লা থেকে রওনা হয়ে দুপুর ১২টায় দাউদকান্দির হাসানপুর পর্যন্ত পৌঁছেছেন। হাইওয়ে পুলিশ কুমিল্লা জোনের সহকারী পুলিশ সুপার সফিকুল ইসলাম জানান, মহাসড়কে পণ্যবাহী গাড়ির অতিরিক্ত চাপ আর টোলপ্লাজায় ধীরগতিই যানজটের মূল কারণ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, বুধবার ভোরে কুমিল্লার মেঘনা সেতু থেকে কাঁচপুর সেতু হয়ে রাজধানীর যাত্রাবাড়ী পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। ট্রাফিক কর্মকর্তাদের দাবি, মূলত মহাসড়কের মেঘনা ও গোমতী সেতু এলাকার যানজটের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।

ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করা গণপরিবহনগুলো নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় হয়ে কাঁচপুর সেতুতে ওঠে। যাত্রাবাড়ী থেকে কাঁচপুর সেতুর পূর্ব দিকে আট লেনের সড়ক। কিন্তু কাঁচপুর সেতু চার লেনের। ফলে রাজধানী থেকে ছাড়া যানগুলো সেতুতে ওঠার সময় লম্বা লাইনের সৃষ্টি হয়। এতে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে যানজট তীব্র হচ্ছে। সেতুর পূর্ব ঢালে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটের যান একসঙ্গে আসার কারণে সাইনবোর্ড ও শিমরাইল এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণকাজ চলায় সেতুর পূর্ব ঢালে গাড়ি চলাচলে ধীরগতি রয়েছে।

কামালউদ্দিন সুমন নামে এক যাত্রী জানান, বুধবার সকাল ৭টায় তিনি যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর উদ্দেশে বাসে ওঠেন। কাঁচপুর সেতু পার হতেই দুপুর ২টা বেজে গেছে। আরেক যাত্রী নজরুল ইসলাম বাবুল জানান, বুধবার সকালের তীব্র যানজটের কারণে সিলেট রুটে চলাচলকারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শিমরাইল এলাকায় দায়িত্বে নিয়োজিত ট্রাফিকের উপ-পরিদর্শক কামরুল ইসলাম বলেন, ‘কাঁচপুর সেতুর পশ্চিম পাশে ও শিমরাইল মোড়ে যানজট নেই। তবে যান চলাচলে ধীরগতি আছে। কুমিল্লা ও মেঘনা সেতু এলাকার যানজটের প্রভাব ক্রমশ কাঁচপুর পর্যন্ত আসছে। তবে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কাঁচপুর সেতুর পশ্চিম ঢালে যান চলাচলের ধীরগতির কারণে সিলেটের গাড়িগুলো পূর্ব ঢালে যেতে বেগ পেতে হচ্ছে।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads